ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএ গেমসের পূর্ব প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডে যাচ্ছে আরচাররা

প্রকাশিত: ০৯:১৫, ১৯ নভেম্বর ২০১৯

এসএ গেমসের পূর্ব প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডে যাচ্ছে আরচাররা

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার সিটি গ্রুপ ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী ও আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী, সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, জাতীয় আরচ্যারী দলের প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিক। সংবাদ সম্মেলনে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২১তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপেও সিকিউটি ফর টোকিও ২০২০ অলিম্পিক গেমস এবং নেপালের পোখরায় অনুষ্ঠিতব্য ১৩তম এসএ গেমসের আরচ্যারি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য জাতীয় আরচ্যারি দলের নাম ঘোষণা করা হয়। টোকিও ২০২০ অলিম্পিক গেমসের মহিলা দলগত কোটা অর্জনের জন্যও বাংলাদেশ মহিলা আরচ্যারি দল সিকিউটি-তে প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠেয় আরচারি প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশ দলের আরচাররা হলেন : রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, সাকিব মোল্লা, ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায়, নাসরিন আক্তার, অসীম কুমার দাস, সোহেল রানা, সিয়াম সিদ্দিক, মোহাম্মদ আশিকুজ্জামান, সুস্মিতা বণিক, বন্যা আক্তার ও শ্যামলী রায়।
×