ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার খালেদা জিয়ার মুক্তি চায় না ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০১:০৮, ২০ নভেম্বর ২০১৯

সরকার খালেদা জিয়ার মুক্তি চায় না ॥ মির্জা ফখরুল

অনলাইন রিপোর্টার ॥ কৌশলে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার চায় না যে খালেদা জিয়া জেল থেকে বের হন। আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যে মামলায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, তা সাজানো একটি মামলা। এ মামলায় খালেদা জিয়ার জামিন পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে, সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা। এ সরকার তাকে আটকে রেখে ভুল করছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন, তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে, তা কেটে যেত। সরকার যদি খালেদা জিয়ার সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে, তাহলে এ সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে। মির্জা ফখরুল বলেন, এ সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে।
×