ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্তের প্রতিবেদন স্পষ্ট অক্ষরে লেখার নির্র্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৯:৩৮, ২১ নভেম্বর ২০১৯

ময়নাতদন্তের প্রতিবেদন স্পষ্ট অক্ষরে লেখার নির্র্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন স্পষ্ট অক্ষরে লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ময়নাতদন্ত প্রতিবেদনের সঙ্গে এর একটি টাইপ করা কপিও সংযুক্তি করতে বলা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয়মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন স্পষ্ট অক্ষরে লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ প্রদান করেছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং সব সিভিল সার্জনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। কক্সবাজারের খুরুশখুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম হত্যা মামলায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সোলতান আহমদ সিরাজীর দেয়া ময়নাতদন্ত প্রতিবেদন অস্পষ্ট (পড়ার অযোগ্য) হওয়ায় আদালত এ নির্দেশ দেয়। এদিকে ঐ মামলার আসামি একই স্কুলের একই শ্রেণীর ছাত্র মোঃ আরিফকে ৬ মাসের জামিন দিয়েছে আদালত। আদালতে আরিফের পক্ষে ছিলেন এ্যাডভোকেট দাস তপন কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি ব্যারিস্টার মোঃ সারওয়ার হোসেন বাপ্পী। মামলার বিবরণে জানা যায়, কথা কাটাকাটির জেরে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি সাইফুলের ওপর হামলা চালায় আরিফ ও অজ্ঞাত পাঁচ/ছয় জন। আহত অবস্থায় তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ ফেব্রুয়ারি সাইফুল মারা যায়। ওই বছরের ২২ ফেব্রুয়ারি কক্সবাজার থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় কারাবন্দী আরিফ কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জামিনের আবেদন করে। এ আদালত গত ১২ সেপ্টেম্বর তার জামিন আবেদন খরিজ করে দেয়। এর পর হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। এই জামিন আবেদনের সঙ্গে সাইফুল ইসলামের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করা হয়, যা পড়ার অযোগ্য। এ কারণে আদালত উক্ত আদেশ প্রদান করে। নওশাবার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয়মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে ওই মামলা কেন বাতিল করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছে আদালত। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু। চাকরির প্রলোভন দেখিয়ে তরুণী ধর্ষণ, যুবক আটক স্টাফ রিপোর্টার ॥ চাকরির প্রলোভনে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগরে একটি বাসায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার তরুণী ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই ডেমরা থানা পুলিশ অভিযুক্ত আল আমিনকে (৩৯) আটক করে। তরুণীকে রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গত ১৪ নবেম্বর চট্টগ্রাম থেকে ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় আনে আল আমিন। চট্টগ্রামের বাসিন্দা এই তরুণী সেখানেই একটি গার্মেন্টসে চাকরি করত। ঢাকায় এনে ডেমরা পশ্চিম বক্সনগরে আল আমিন তার ভাড়া বাড়িতে তোলে। ওই বাড়িতেই চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে তরুণীর দাবি।
×