ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সগিরা মোর্শেদ হত্যা মামলা

অধিকতর তদন্তে পিবিআইকে আরও ৬০ দিন সময় দিল হাইকোর্ট

প্রকাশিত: ১০:০৬, ২১ নভেম্বর ২০১৯

অধিকতর তদন্তে পিবিআইকে আরও ৬০ দিন সময় দিল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ ত্রিশ বছর আগে ভিকারুননিসা নুন স্কুল কলেজের সামনে সংঘটিত সগিরা মোর্শেদ হত্যা মামলাটি অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আরও ৬০ দিন সময় দিয়েছে হাইকোর্ট। পিবিআইর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করেন ডিএজি সারোয়ার হোসেন বাপ্পী। এর আগে ২৬ জুন মামলার ওপর ২৮ বছর ধরে থাকা স্থগিতাদেশ তুলে নেয় হাইকোর্ট। একই সঙ্গে আদালত ৬০ দিনের মধ্যে পিবিআইকে ওই মামলার অধিকতর তদন্ত শেষ করতে নির্দেশ দেয়। সাক্ষ্যগ্রহণ করা হয় সাত সাক্ষীর। সাক্ষ্যে মারুফ রেজা নামে এক ব্যক্তির নাম আসায় অধিকতর তদন্ত করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ২৩ মে অধিকতর তদন্তের আদেশ দেয় আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন মারুফ রেজা, যিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয়।
×