ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২৭ প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৪ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

প্রকাশিত: ১০:০৬, ২১ নভেম্বর ২০১৯

১২৭ প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৪ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৬১ কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম-এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন, ফাহমিনা আক্তার, মোঃ মাগফুর রহমান ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার ম-ল কর্তৃক সাভার, তেজগাঁও, রমনা, হাতিরঝিল, যাত্রাবাড়ী এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ‘আল রাফি কনফেকশনারিকে পাঁচ হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘দিল্লী কাবাব এ্যান্ড রেস্টুরেন্ট’, ‘কালাম এন্টারপ্রাইজ’, ‘রফিক মাংসের দোকান’, ‘নাবিল ফুড’, ‘জায়েদ এন্টারপ্রাইজ’, ‘পিতা পুত্র এন্টারপ্রাইজ’, ‘ভূইয়া বাণিজ্যালয়’, ‘নাসিম স্টোর’কে যথাক্রমে পাঁচ হাজার, দুই হাজার, দুই হাজার, এক হাজার, তিন হাজার, দুই হাজার, দুই হাজার, দুই হাজার টাকা, ধার্র্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ‘সাহা ডিপার্টমেন্টাল স্টোর’, ‘মহেদী জেনারেল স্টোর’কে যথাক্রমে চল্লিশ হাজার টাকা, বিশ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘ক্যাফে নূর রেস্টুরেন্ট’ ও ‘জগদিশ সুইটস এ্যান্ড রেস্টুরেন্ট’ কে যথাক্রমে দুই হাজার টাকা, দশ হাজার টাকা জরিমানা করা হয়। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে ॥ বিপিসি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। জ্বালানি তেল বিপণনে যেন ধরনের ত্রুটি না থাকে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। বুধবার বিপিসি সূত্রে জানানো হয়, দেশে চলমান সড়ক পরিবহন মালিক ও শ্রমিক কর্মচারীদের ধর্মঘটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানোর চেষ্টা চলছে।
×