ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজের গাড়িতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এক এএসপি

প্রকাশিত: ১০:০৭, ২১ নভেম্বর ২০১৯

নিজের গাড়িতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এক এএসপি

স্টাফ রিপোর্টার ॥ নিজের সরকারী গাড়িতে করে যানবাহন না পাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন ডিএমপির ডেমরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম রাজু। এমন কাজের জন্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের এই কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই। বলেছেন, পুলিশের এমনই দায়িত্ববান হওয়া উচিত। বুধবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় ঘটনাটি ঘটে। সারাদেশে সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনসহ নয় দফা দাবিতে বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তারই রেশ ধরে বিভিন্ন কোম্পানির বাস মালিক ও শ্রমিকরা রাস্তায় বাস নামায়নি। ফলে সারাদেশেই পরিবহন সঙ্কট সৃষ্টি হয়। মানুষের ভোগান্তি ছিল চরমে। সড়কে রিক্সাও ছিল কম। বুধবার সকাল সাড়ে দশটা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এজন্য খুদে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবস্থান করছিলেন। বুধবার নারায়ণগঞ্জের সরকারী তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষাও ছিল। সড়কে গণপরিবহন না থাকায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এ সময় সড়কে ট্রাফিক কার্যক্রম দেখভাল করার জন্য দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ডেমরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম রাজু। শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি তাকে মারাত্মভাবে আবেগতাড়িত করে। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন। যথারীতি চালককে দিয়ে পিএসসি শিক্ষার্থীদের কেন্দ্রে পাঠিয়ে দেন। গাড়ি ফিরে আসার পর আবারও শিক্ষার্থীদের বিভিন্ন স্কুল ও তোলারাম কলেজে পাঠান তিনি। এছাড়া আশপাশ থেকে আসা কয়েকটি পিকআপ ভ্যান ভাড়া করেও শিক্ষার্থী-অভিভাবকদের তুলে দেন। তবে দেরি করে কেন্দ্রে পৌঁছানোর কারণে পরীক্ষা নেয়নি তোলারাম কলেজ কর্তৃপক্ষ। পরে এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেন রবিউল ইসলাম।
×