ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাল কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৭তম জন্মদিন

প্রকাশিত: ১০:০৭, ২১ নভেম্বর ২০১৯

কাল কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৭তম জন্মদিন

আগামীকাল ২২ নবেম্বর তারুণ্যের কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৫৭তম জন্মদিন। এ উপলক্ষে ম্যাজিক লণ্ঠন, ত্রৈমাসিক দিগন্ত সাহিত্য ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে ২২ নবেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেজাউদ্দিন স্টালিন বাংলাভাষার একজন শক্তিমান কবি এবং টিভি উপস্থাপক। তার কাব্যগ্রন্থের সংখ্যা ৪৭টি, কবিতার এ্যালবাম পাঁচটি। তার কবিতা পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ ভাষায় অনূদিত হয়েছে। বাংলা একাডেমি পুরস্কার, মধুসূদন পুরস্কার, দার্জিলিং নাট্য চক্র পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি পুরস্কার, যুক্তরাজ্য জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সম্মাননাসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছে। -বিজ্ঞপ্তি চুয়েট সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তনে যোগ দেবেন। রাঙ্গুনিয়া উপজেলায় চুয়েট ক্যাম্পাসে বিকেল ৩টায় মূল সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। -খবর বাসসের। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ অনুষ্ঠানে যোগ দিবেন।
×