ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমুদ্র অর্থনীতি বিষয়ক ওয়েবসাইট

প্রকাশিত: ১০:০৮, ২১ নভেম্বর ২০১৯

সমুদ্র অর্থনীতি বিষয়ক ওয়েবসাইট

সুনীল অর্থনীতির বিকাশ, সমুদ্র সম্পদের যথাযথ উপযোগিতার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে গড়ে তোলা এবং এসডিজির লক্ষ্যসমূহ অর্জনের পাশাপাশি বাংলাদেশের রূপকল্প-২০২১, ২০৪১ এর বাস্তবায়নে গত বছর নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট ‘বিমরাড’। সে সময়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট চালু হলেও সম্প্রতি এটি নতুন আঙ্গিকে অধিক তথ্যসমৃদ্ধরূপে পুনঃউদ্বোধন করা হয়েছে। আশা করা যায় প্রতিষ্ঠানের িি.িনরসৎধফনফ.ড়ৎম ওয়েবসাইটটি মেরিটাইম সম্পর্কিত গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম পরিচালনায় নানাভাবে সহযোগিতায় সক্ষম হবে। -বিজ্ঞপ্তি বিশ্ব সিওপিডি দিবস পালিত শ্বাসতন্ত্রের রোগ ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বিশ্ব সিওপিডি দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ও বি ব্লকের মধ্যবর্তীস্থল বটতলা থেকে একটি বর্ণাঢ্য ও জনসচেতনতামূলক র‌্যালি বের হয়। দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা ওড়ানো হয়। দিবসটির প্রতিপাদ্য হলো- ‘সম্মিলিত প্রয়াস, সিওপিডি বিনাশ’। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি (রেসপিরেটরি) বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
×