ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেজাউল করিম খোকন

এক ঝাঁক তারকার ‘পাগলপান্তি’

প্রকাশিত: ১২:০৭, ২১ নভেম্বর ২০১৯

এক ঝাঁক তারকার ‘পাগলপান্তি’

বলিউডে কমেডি সিনেমার ধারা আগে যেমন ছিল, বর্তমান সময়ে এই ধারা আরও সচরাচর হয়েছে। আজকাল সিরিয়াস বিভিন্ন বিষয় নিয়ে যেমন ছবি হচ্ছে, পলিটিক্যাল ক্রাইম থ্রিলার, পুলিশ এ্যাকশন থ্রিলার, গ্যাংস্টার থ্রিলার, হরর থ্রিলার সিনেমাও আসছে হরদম আবার রোমান্টিক প্রেমের ছবিরও কমতি নেই। বায়োপিক, হিস্ট্রিক্যাল ছবিরও যথেষ্ট কদর লক্ষ্য করা যায়। তবে কমেডি ঘরানার সিনেমার প্রতি দর্শকদের আলাদা ঝোঁক সব সময় রয়েছে। চলতি বছর অর্থাৎ ২০১৯ এর গত দশ-এগারো মাসে মুক্তিপ্রাপ্ত বলিউডি হিন্দী সিনেমার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে এর মধ্যে বড় একটি অংশ দখল করে আছে কমেডি ধাঁচের বিভিন্ন গল্পের সিনেমা। এ বছরে মুক্তি পাওয়া ‘ফ্রড সাইয়ান’, ‘বোম্বাইরিয়া’, ‘রঙিলা রাজা, ‘টোটাল ধামাল’, লুকোচুপি,’ ‘দে দে পেয়ার দে’, ‘ঝুটা কাহিকা‘ ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’, ‘অর্জুন পাতিয়ালা, ‘খান্দানি সাফা খানা’ ‘জাবরিয়া জোড়ি’, ‘চিচোরে’, ‘ড্রিম গার্ল’, ‘হাউসফুল কেরি’, ‘মেড ইন চায়না, ‘উজডা চমন’, ‘বালা’ প্রভৃতি সিনেমা ছিল কমেডি ঘরানার। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। কোন কোনটি বক্স অফিসে সুপারডুপার হিট ব্যবসা করেছে আবার কোনটি মোটামুটি ভালভাবে উতরে গেছে। কমেডি ছবি দেখে দর্শক কিছু সময়ের জন্য নিজের জীবনের দুঃখ-বেদনা-হতাশা-গ্লানি ও বিষাদের যন্ত্রণা ভুলে আনন্দ ফুর্তি কৌতুকের মধ্যে ডুবে থাকতে চায়। তবে কমেডি মানেই একঘেঁয়ে গতানুগতিক হাসির দৃশ্যের অবতারণা জড়ানো দর্শকদের আনন্দ দেয়ার বদলে বিরুক্তির উদ্রেক তৈরি করে। তখন সে ধরনের সিনেমাগুলো দর্শকদেও কাছে প্রত্যাখ্যাত হয়। সাম্প্রতিক সময়ের ‘চিচোঁরে’, ‘ড্রিম গার্ল’, ‘হাউজফুল ফোর’, ‘বালা’ ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য প্রমাণ করে কমেডি সিনেমার জয়জয়কার চলছে বলিউডে। কমেডি সিনেমার জোয়ারে মাতোয়ারা হিন্দী সিনেমার দর্শকদের জন্য এ সপ্তাহে আসছে আরও একটি নতুন কমেডি ধামাকা ‘পাগলপান্তি।’ ছবিটির পরিচালক আনিস বাজমি। যিনি ইতোমধ্যে বলিউডের হিট কমেডি ফিল্ম মেকার হিসেবে খ্যাতি, পরিচিতি ও জনপ্রিয়তা, অর্জন করেছেন। ‘নো এন্টি’, ‘স্যান্ডউইচ, ‘ওয়েলকাম’, ‘সিং ইজ কিং’, ‘নো প্রবলেম’, ‘থ্যাংক ইয়্যু’, ‘রেডি’, ওয়েলকাম ব্যাক,’ ‘মুবারাকান’ ছবিগুলো পরিচালনার মাধ্যমে বলিউডে কমেডি সিনেমায় জগতে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন। তার এবারের সিনেমা পাগলপান্তি- এই সিনেমার গল্প গড়ে উঠেছে ক্রমাগত প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হওয়া তিন যুবকের ঘুরে দাঁড়ানোর গল্পকে কেন্দ্র করে। প্রতারিত হয়ে সর্বস্বান্ত হওয়া তিন যুবক তাদের প্রেমিকাদের কাজে লাগিয়ে শহরের মাফিয়া ডনের গ্যাংস্টারদের কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার মজার এক মিশন শুরু করে। ঘটতে থাকে বিচিত্র সব মজার ঘটনা। যা দেখতে বসে দর্শক থ্রিল সাসপেন্সের পাশাপাশি কৌতুকের নানা উপাদান খুঁজে পাবেন। পাগলপান্তি ছবিতে এক ঝাঁক বলিউড সুপারস্টারের জমজমাট সমাবেশ ঘটেছে। অনিল কাপুর, জন আব্রাহাম আরশাদ ওয়ারশি পুলকিত সম্রাট, ইলিয়ানা ডিক্রজ, কৃতি ধারবান্দা, উর্বশী রাওরতলা সৌরব শুক্লাকে এ ছবির বিভিন্ন চরিত্রে দেখা যাবে। নাচে-গানে এ্যাকশন কমেডিতে ভরপুর এ ছবিতে দর্শক বিনোদনের অনেক কিছুই খুঁজে পাবেন। ইলিয়ানা ডিক্রুজ এর আগে ‘ফাটা পোস্টার নিকালা হিরো,’ ‘ম্যায় তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’, ‘মুবারাকান,’ ‘বাদশাহো’, ‘ছবিগুলোতে দেখেছেন হিন্দী সিনেমার দর্শক। সুন্দরী গ্ল্যামার্স আকর্ষণীয় এই অভিনেত্রী মূলত দক্ষিণী সিনেমার অঙ্গনে নিজেকে বেশি ব্যস্ত রাখলেও বলিউডেও দর্শক নির্মাতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এবার পাগলপান্তি ছবিতে নতুন আবেদনময় ইমেজ আর গ্ল্যামার চমক নিয়ে দর্শকদের সামনে আসছেন। ইতোমধ্যে ছবিটির টিজার ট্রেলার এবং নাচ-গানের দৃশ্যে ইলিয়ানার দুর্দান্ত উপস্থিতি সবার বিশেষ নজর কেড়েছে। ‘পাগলপান্তি’ তে আরও একজন উদ্ভিন্ন যৌবনা সুন্দরী গ্ল্যামারাস নায়িকা রয়েছেন তিনি কৃতি খরবান্দা। দর্শক তাদের অল্প কিছু দিন আগে সুপারহিট সিনেমা হাউসফুল ফোর-এ দেখেছেন। এর আগে রাজ রিবোট, গেস্ট ইন লন্ডন, শাদি মে জরুর আনা ‘ভীরু কি ওয়েডিং’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিগুলোতে অভিনয়ের সুবাদে বলিউডে নিজের জন্য একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছে তিনি। কৃতি খরবান্দার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে ‘পাগলপান্তি।’ আগামীতে তাকে বলিউডের ‘চেহেরে’, ‘তাইশ’ ছবিতে দেখা যাবে। ‘চেহেরে’ ছবিতে ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করছেন এই উর্বশী রাওতেলা।
×