ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইটহুড খেতাব পেলেন ফজলে হাসান

প্রকাশিত: ১৩:১২, ২১ নভেম্বর ২০১৯

নাইটহুড খেতাব পেলেন ফজলে হাসান

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষ বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদ নেদারল্যান্ডের রাজার পক্ষ থেকে নাইটহুড ‘অফিসার ইন দ্য অর্ডার অব অরেঞ্জ-নাসাউ’ খেতাবে ভূষিত হয়েছেন। দরিদ্র জনগোষ্ঠীর, বিশেষত নারী ও শিশু উন্নয়নে তার কয়েক দশকব্যাপী নিরবচ্ছিন্ন ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ খেতাব দেয়া হয়। খবর বাংলা নিউজের। বুধবার সন্ধ্যায় স্যার ফজলে হাসান আবেদের গুলশান বাসভবনে দেশটির রাজা কিং উইলেম আলেকজান্ডার অব দ্য নেদারল্যান্ডস-এর পক্ষে দেশটির রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েইজ এ খেতাবের মর্যাদাসূচক পরিচয়চিহ্ন হস্তান্তর করেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলে হাসান আবেদের পরিবারের সদস্য ও নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিরা। দারিদ্র্যবিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফজলে হাসান আবেদকে ২০১০ সালে ইংল্যান্ডের রানি ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।
×