ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে আইভোরি কোস্টের দূতের বিদায়ী সাক্ষাত

প্রকাশিত: ১৩:১৪, ২১ নভেম্বর ২০১৯

রাষ্ট্রপতির সঙ্গে আইভোরি কোস্টের দূতের বিদায়ী সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে নিযুক্ত আইভোরি কোস্টের রাষ্ট্রদূত সাইনি তিয়েমেলি বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশে সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন সম্পন্ন করায় তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সর্বদা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খবর বাসসর। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও আইভোরি কোস্টসহ জাতিসংঘ শান্তি মিশনে খুবই উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। বিদায়ী দূত ঢাকায় তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করায় রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার দেশ সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
×