ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতির জনকের নামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৭, ২১ নভেম্বর ২০১৯

 জাতির জনকের নামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার লক্ষ্যে এ বছর সফলভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় আগামী বছর থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে। এ টুর্নামেন্টটি হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চাই। তিনি আরও বলেন, ফুটবল আমাদের খুবই জনপ্রিয় একটি খেলা। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানেই এ খেলার আবেদন রয়েছে। আমরা আমাদের ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্যে মন্ত্রণালয় বাস্তবমুখী নানা পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছরই প্রথমবারের মতো দেশব্যাপী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অ-১৭ আয়োজন করেছি। তাছাড়া বালকদের জন্য নিয়মিত জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল অ-১৭ আয়োজন করা হচ্ছে। বাছাইকৃত সেরা ফুটবলারদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। এর মধ্যে দিয়ে ফুটবলের নবজাগরণ সৃষ্টি হবে বলেই আমার বিশ্বাস। এ বছর কলেজের ছাত্রদের জন্য টুর্নামেন্টটি আয়োজিত হবে। তবে পরবর্তীতে ছাত্রীদের জন্য আয়োজন করা হবে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান। সভায় টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য সময় ও ভেন্যু নির্ধারণে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়।
×