ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদালতের রায় টিটি তারকা মানসের পক্ষে

প্রকাশিত: ০৯:২৮, ২১ নভেম্বর ২০১৯

 আদালতের রায় টিটি তারকা মানসের পক্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের ক্যাম্প থেকে বাদ পড়া দেশসেরা দুই টেবিল টেনিস (টিটি) তারকা মানস চৌধুরী ও সালেহা পারভীন সেতু ফেডারেশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন গত ৩০ সেম্পেম্বর। লিগ্যাল নোটিশে দুজনে তাদের বাদ দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালেও এর কোন প্রতিকার হয়নি। নোটিশের জবাবও দেয়নি ফেডারেশন। যে কারণে রিট আবেদন করতে বাধ্য হন মানস এবং সালেহার আইনজীবি। তবে রিট আবেদনের সময় সালেহা নিজেই সরে যান। তার জায়গায় রিট আবেদনের সময় মানসের সঙ্গে যুক্ত হন মৌমিতা আলম রুমি। যার প্রেক্ষিতে ১৯ নভেম্বর মহামান্য আদালত এক আদেশ জারি করেন। যার সার্টিফাই কপি মানস ও রুমীর আইনজীবি ড. কাজি জাহেদ ইকবালের হাতে আসার পর বৃহস্পতিবার তা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়ে দেন। জাহেদ ইকবাল জানান, সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরকে সামনে রেখে তার মক্কেল মানস চৌধুরী ও মৌমিতা আলম রুমীকে জাতীয় টেবিল টেনিস দল গঠনের প্রক্রিয়ায় রাখার আদেশ জারি করা হয়। তাই আদালত শুধু আদেশই জারি করেননি। জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনকে একটি রুলও জারি করেছেন। যেখানে বলা হয়েছে, কেন রুমী ও মানসকে জাতীয় দল গঠন প্রক্রিয়ায় রাখা হয়নি, তাই এই জারির পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে আদালতকে জানাতে বলেছেন।
×