ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে পাঁচদিন পর যশোরাঞ্চলের অঘোষিত পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০২:৪৩, ২২ নভেম্বর ২০১৯

অবশেষে পাঁচদিন পর যশোরাঞ্চলের অঘোষিত পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অবশেষে পাঁচদিন পর যশোরাঞ্চলের অঘোষিত পরিবহণ ধর্মঘট প্রত্যাহার হলো। আজ শুক্রবার ঢাকায় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের বৈঠকের পর এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর দুপুর থেকে ধীরে ধীরে টার্মিনাল থেকে বাস ছাড়তে শুরু করেছে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন। এর আগে নতুন সড়ক আইন সংশোধনসহ দশ দফা দাবিতে গত রবিবার যশোরাঞ্চলের ১৮টি রুটে পরিবহণ চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। যশোর থেকে শুরু হওয়ার পর খুলনা বিভাগের সব জেলায় অঘোষিত এই পরিবহণ ধর্মঘটা ছড়িয়ে পড়ে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে মুখে পড়তে হয়। শ্রমিক সংগঠনের নেতারা দাবি করেন, শাস্তির খড়গ নিয়ে রাস্তায় নামতে চাইছে না শ্রমিকরা। এজন্য স্বেচ্ছায় কর্মবিরতি শুরু হয়েছে। জানা যায়, সড়ক আইন ২০১৮ সংশোধনসহ দশ দফা দাবিতে রবিবার সকাল থেকে যশোর অঞ্চলের ১৮রুটে স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করে পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। এই অঞ্চলের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি’র সভাপতি মামুনূর রশীদ বাচ্চু বলেন, শ্রমিকদের কর্মবিরতি মালিক ও শ্রমিকদের কোনো সংগঠন ডাকেনি। ফাঁসির দড়ি সামনে নিয়ে শ্রমিকরা পরিবহনে কাজ করতে রাজি নয়। তাই তারা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করে। এটা কোন ইউনিয়ন বা ফেডারেশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি নয়। পরিবহন শ্রমিকরা ইচ্ছামত কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন জানিয়েছেন, শুক্রবার সকালে ঢাকায় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভা থেকে ধর্মঘট থেকে সরে আসার সিদ্ধান্ত হয়েছে। পরিবহণ শ্রমিকরা ইতোমধ্যে সড়কে বাস চলাচল শুরু করেছেন।
×