ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে দাঁতভাঙ্গা সীমান্তে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৪, ২২ নভেম্বর ২০১৯

   কুড়িগ্রামে  দাঁতভাঙ্গা সীমান্তে ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে দাঁতভাঙ্গা সীমান্তে ৪ হাজার ৯২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়ন কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ৯ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১০৫৫এর ৫-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে পাঁকা সড়কের উপর হতে ৪ হাজার ৯২০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ১টি মোবাইল ফোন,১টি হাত ঘড়ি এবং বাংলাদেশী নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ১৫ লক্ষাধিক টাকা বলে জানা যায়। আটককৃত যুবক মোঃ সেলিম হোসেন (২৫) রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের মোঃ আহাদ আলীর পুত্র বলে বিজিবি জানায়। এ ব্যাপারে ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে রৌমারী থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
×