ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল শহরে আজও ১৪৪ ধারা

প্রকাশিত: ০৯:৪৬, ২৩ নভেম্বর ২০১৯

  টাঙ্গাইল শহরে  আজও ১৪৪  ধারা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ নবেম্বর ॥ আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে জেলা প্রশাসনের দেয়া ১৪৪ ধারা দ্বিতীয় দিনের মতো চলেছে টাঙ্গাইল পৌর শহরে। শুক্রবার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এ ১৪৪ ধারা। এভাবে শনিবারও একই সময়ে এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল্লাহ। শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে শহরের অধিকাংশ প্রবেশ দ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করেছে। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচীকে কেন্দ্র করে আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। এদিকে একই দিনে নির্যাতিত আওয়ামী পরিবার এবং টাঙ্গাইল সিএনজি চালিত অটোরিক্সা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে সংঘর্ষের সম্ভাবনা ও শান্তিপূর্ণ পরিবেশ রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
×