ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনলাইনে সনদপত্র নিতে পারবেন ঢাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ নভেম্বর ২০১৯

 অনলাইনে সনদপত্র  নিতে পারবেন  ঢাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে অনলাইনের মাধ্যমেই মার্কশীট ও সার্টিফিকেট উত্তোলনের আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা কার্যক্রম হাতে নেয়ার অংশ হিসেবেই এই প্রক্রিয়া চালু হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর। শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের আগের মতো আবেদন ফরম উত্তোলন, তথ্য সংশোধন বা ফি এর পরিমাণ লিখিয়ে আনার জন্য বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসতে হবে না। আবেদন ফরম পূরণ করা থেকে শুরু করে সার্টিফিকেট/মার্কশীট উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ছয়টি ধাপে সম্পন্ন হবে, যার অগ্রগতি শিক্ষার্থী তার ড্যাশবোর্ড থেকে প্রত্যক্ষ করতে পারবেন। এই সেবা সংক্রান্ত সব তথ্য https://service.du.ac.bd সাইটে বিস্তারিত জানা যাবে। অনলাইন আবেদন প্রক্রিয়া ॥ এই সেবা গ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থী তার অনলাইন ড্যাশবোর্ড থেকে আবেদন করতে পারবেন। ড্যাশবোর্ড ব্যবহার করার জন্য শিক্ষার্থীকে প্রথমে সাইন-আপ করতে হবে। অনলাইনে আবেদন করার পর আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনেই তাকে একটি পে-স্লিপ প্রেরণ করা হবে।
×