ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের বাধায় রংপুর বিভাগে বিআরটিসির দ্বিতল বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৯:৪৮, ২৩ নভেম্বর ২০১৯

  শ্রমিকদের বাধায় রংপুর বিভাগে বিআরটিসির দ্বিতল বাস  চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুর অঞ্চলে বিভিন্ন রুটে নম্বর প্লেটবিহীন বিআরটিসি বাস চলাচল করছে বলে অভিযোগ করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। ফলে রংপুর থেকে নীলফামারী,পঞ্চগড়,দিনাজপুর ও ঠাকুরগাঁও রুটে চলাচলকৃত দ্বিতলবাস চলাচলে বাধা দিয়েছে মোটর শ্রমিকরা। বিশেষ করে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় বিআরটিসির নম্বর প্লেটবিহীন বাস আটকের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার এই সকল রুটে বিআরটিসির কোন দ্বিতলবাস চলাচল করতে পারেনি। মোটর শ্রমিকরা বলছে, নতুন সড়ক আইন হয়েছে। পরিবহন মালিক শ্রমিকরা পরিবহন ধর্মঘট পালন করেছে তিনদিন। সরকারের সঙ্গে আলোচনা হবার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু সরকারী পরিবহন সংস্থা বিআরটিসি বাসের নেই রেজিস্ট্রেশন! বৃহস্পতিবার দিনব্যাপী মোটর শ্রমিকরা সৈয়দপুর বাস টার্মিনালে রেজিস্ট্রেশনবিহীন বিআরটিসি বাস আটক করে রংপুর পাঠিয়ে দেয়। এমনকি বিআরটিসির কোন রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সৈয়দপুর ও নীলফামারী হয়ে চলাচল করতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিকরা। ফলে শুক্রবার উল্লেখিত রুটে বিআরটিসির দ্বিতল বাস চলাচল করতে পারেনি। গণপরিবহনে এ অঞ্চলের ওই সকল রুটে বিআরটিসির দ্বিতলবাসের চাহিদা অনেক। সাধারণ যাত্রীরা বিআরটিসির দ্বিতলবাসে ভ্রমণে সব থেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিআরটিসি বাসের যাত্রী আব্দুস সালাম দ্রুত বিআরটিসি বাসের নম্বর প্লেট ঠিক করে গাড়ি চলাচলের দাবি করেন তিনি। নীলফামারী জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমরা সামান্য একটা কাগজ ছাড়া সড়কে যানবাহন নামাতে পারি না, অথচ সরকারি গাড়ি নম্বর প্লেট ছাড়াই চলছে। আইন সবার জন্য সমান। তাই আমরা বিআরটিসি বাস আটক করে এসব রংপুর বিআরটিসি ডিপোতে ফেরত পাঠানো হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা বিআরটিসি কর্তৃপক্ষকে অবগত করেছি।
×