ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকের কর্ণধার ‘গোপনে’ TikTok ব্যবহার করেন

প্রকাশিত: ১১:৩৮, ২৩ নভেম্বর ২০১৯

 ফেসবুকের কর্ণধার ‘গোপনে’ TikTok ব্যবহার করেন

মাইক্রো ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম TikTok-এ আছেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। তার ‘গোপন’ এ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। তবে ওই এ্যাকাউন্ট থেকে এখনও কোন পোস্ট করা হয়নি। যে কারণে মনে করা হচ্ছে, এ্যাপ হিসেবে TikTok মডেল পর্যালোচনার জন্য ওই এ্যাকাউন্টটি খুলেছেন ফেসবুকের কর্ণধার। সাম্প্রতিক সময়ে TikTok-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ফেসবুকের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে এই সংস্থা কিনতে বাইটড্যান্সের সঙ্গে ফেসবুক প্রাথমিকভাবে আলোচনা চালাচ্ছে বলে খবরে প্রকাশ। টুইটারে @finkd নামে এ্যাকাউন্ট আছে মার্ক জুকেরবার্গের। ওই একই নামে TikTok-এ তার ‘গোপন’ এ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সূত্রের খবর। ইতোমধ্যে তার ফলোয়ার সংখ্যা ৪০৫৫। অন্যদিকে, জাকারবার্গের এ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত আরিয়ানা গ্রান্ডে এবং সেলেনা গোমেজের মতো সেলিব্রেটিদের ফলো করা হচ্ছে। যদিও এই এ্যাকাউন্টটি এখনও ভেরিফাইড নয়। বাংলাদেশের মতো একটি ক্রমবর্ধমান বাজারে ইতোমধ্যে ফেসবুকের মালিকানাধীন সংস্থা ইনস্টাগ্রামকে টেক্কা দিয়েছে TikTok। চীনের এই মাইক্রো ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্মটি অনেকাংশে ইনস্টাগ্রামের এক্সপ্লোর ফিচারের মতো কাজ করে। এই চ্যালেঞ্জের মুখে গত বছর নবেম্বরে কোন ঢাকঢোল না পিটিয়ে Lasso নামে একটি এ্যাপ লঞ্চ করেছে ফেসবুক।
×