ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় আগুনে পুড়ে নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু ॥ ২০ ঘর ভস্মীভূত

প্রকাশিত: ১২:৪৮, ২৩ নভেম্বর ২০১৯

ফতুল্লায় আগুনে পুড়ে নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু ॥ ২০ ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি দ্বিতল টিনশেড বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শম্পা বেগম (২০) নামে এক গার্মেন্টস কর্মী আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় মৃতের স্বামী সুমন মিয়া আহত হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘটনায় ২০টি কক্ষ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, মুসলিমনগর ক্রোনি গার্মেন্টসের পেছনে একটি দ্বিতল টিনশেড ঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, দ্বিতল টিনশেড ঘরটিতে মোট ২০টি কক্ষ ছিল। ঘরের দরজায় তালা লাগিয়ে যাওয়ার কারণেই শম্পা বেগম দগ্ধ হয়ে মারা গেছে। তিনি বলেন, তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তিনি আরও জানান, নিহত শম্পা বেগমের বাড়ি জামালপুর জেলায়। চলতি নবেম্বর মাসে তারা এই ঘরটি ভাড়া নেয় এবং স্বামী-স্ত্রী দুইজনই ক্রোনি গার্মেন্টেসে কাজ করত। সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ সাংস্কৃতিক কর্মী আক্তার হোসেনকে (৩৫) উদ্ধারের দাবিতে শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখে নিখোঁজ ব্যক্তির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। নিখোঁজ আক্তার হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের আরামবাগ এলাকার ইব্রাহিমের ছেলে। আক্তার হোসেন গত ১৫ নবেম্বর নিখোঁজ হয়। ১৭ নবেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তার স্ত্রী একটি সাধারণ ডায়েরি করেন। বিক্ষোভের সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে নিখোঁজ আক্তারকে উদ্ধারের আশ্বাস দিয়ে তারা অবরোধ তুলে নেয়।
×