ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাঈদ খোকন

গুলশান বনানীর চেয়েও দক্ষিণ ঢাকাকে উন্নত করব

প্রকাশিত: ১১:৪২, ২৭ নভেম্বর ২০১৯

গুলশান বনানীর চেয়েও দক্ষিণ ঢাকাকে উন্নত করব

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ ঢাকাকে গুলশান বনানী থেকে আরও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তাই চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দ্বিতীয়বার ঢাকাবাসীদের পুনরায় সমর্থন সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার বিকেলে আধুনিকায়ন করা বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক-এ (বাসাবো খেলার মাঠ) বাসাবো কমিউনিটি সেন্টার এবং তরুণ সংঘের ছয়তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। এ সময় মেয়রের সঙ্গে স্থানীয় এমপি সাবের হোসেন চৌধুরী, সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চিত্তরঞ্জন দাস, প্রধান প্রকৌশলী রেজাউল করিমসহ এলাকার রাজনৈতিক সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, দক্ষিণ ঢাকা এলাকাকে এমনভাবে গড়ে তুলব যাতে গুলশান বনানী অভিজাত এলাকার মানুষ এখানে চা কফি খেতে আসেন। বসে আড্ডা দেন মন খুলে। যার প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। তিনি বলেন, উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নতুন নগরী। কর্পোরেশনের এসব পার্ক ও খেলার মাঠ একসময় অবৈধ দখল, অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল। সন্ধ্যায় মা-বোনেরা এসবের সামনে দিয়ে চলাফেরার সময় নিরাপত্তাহীনতা বোধ করতেন। আমি দায়িত্ব নিয়ে অবৈধ দখল হয়ে থাকা এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে শিশু নারী পুরুষ বৃদ্ধা সকলের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে জল সবুজে ঢাকা প্রকল্প গ্রহণ করি। অভিজ্ঞ শতাধিক প্রকৌশলীর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে বিশ্বমানের করে তোলার উদ্যোগ গ্রহণ করি। তারই ফলশ্রুতিতে আজকের আধুনিকায়নকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক। এতে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। একইভাবে স্বল্প ব্যয়ে সামাজিক ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান সম্পন্নে নগরবাসীদের কল্যাণে বাসাবো কমিউনিটি সেন্টারটি আধুনিকায়ন করে দেয়া হয়েছে। পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কর্মকা-ের মধ্য দিয়ে যুবসমাজের মানসিক কল্যাণ ও বিকাশে বাসাবো তরুণ সংঘের অত্যাধুনিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজেরও উদ্বোধন করা হলো। ডিএসসিসি সূত্র জানায়, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৩৬ বিঘা জমি নিয়ে গড়ে উঠা বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক-এ খেলোয়াড়দের চেঞ্জিং রুম লকারসহ ফুটবল খেলা বা অনুশীলনের ব্যবস্থা, নেট প্র্যাকটিসের জন্য ২টি ক্রিকেট পিচ, গ্যালারি, রিসিপসন, টয়লেট, ওয়াকওয়ে, মাঠের ভেতরে বাইরে ড্রেনেজ সিস্টেম, গার্ডেনিং এবং গ্রীন গ্যালারি, কফি শপ, সবুজ ঘাসের আচ্ছাদন. সুসজ্জিত গেট ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রায় পৌনে এক একর জায়গার ওপর চার কোটি টাকার বেশি অর্থব্যয়ে আধুনিকায়নকৃত বাসাবো কমিউনিটি সেন্টারে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হলরুম, স্টেজ, কনে বসার রুম, সঙ্গীত ও নৃত্যের জন্য পৃথক রুম, কার পার্কিং, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, পরিবার পরিকল্পনা অফিস, কিচেন রুম, স্টোর রুম, প্রশস্ত করিডোর, ড্রেনেজ ব্যবস্থাসহ নানাবিধ সুবিধা রাখা হয়েছে। ডিএসসিসি সূত্র জানায়, দশমিক ৩৫ একর ভূমির উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বাসাবো তরুণ সংঘের ছয়তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনে ইনডোর গেমস, লাইব্রেরি, জিমনেসিয়াম, কার্যালয়, লবি বা রিসিপশন, র‌্যাম্প, নারী-পুরুষের জন্য পৃথক শৌচাগার, কমিউনিটি স্পেস ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। মোবারক হোসেন খানের দাফন সম্পন্ন স্টাফ রিপোর্টার ॥ রবিবার ভোরে মৃত্যুবরণ করেন সঙ্গীত গবেষক মোবারক হোসেন খান। মঙ্গলবার দুপুরে এই সঙ্গীতগুণীর দাফন সম্পন্ন হয়। শাহজাহানপুর কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। একাডেমির সাবেক এই মহাপরিচালকের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর তার পশ্চিম রামপুরার বাসার নিকটবর্তী মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শিল্পকলা একাডেমি আঙ্গিনায় রাখা হয় মোবারক হোসেন খানের মৃতদেহ। এ সময় প্রয়াত এই সঙ্গীতজ্ঞের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীবৃন্দ।
×