ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৬:৩৮, ২৭ নভেম্বর ২০১৯

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা তৎপরতার পরও কমছে না খেলাপি ঋণ। ক্ষিপ্র গতিতে এগিয়ে চলেছে আর্থিক খাতের এই বিষফোঁড়া। কোনভাবেই যেন লাগাম পরানো যাচ্ছে না। সবশেষ নতুন অর্থবছরের প্রথম তিন মাসে আরও ৩ হাজার ৮৬৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে খেলাপি। যা মোট বিতরণকৃত ঋণের ১১ দশমিক ৯৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা। তবে তিন মাসের ব্যবধানে সেপ্টেম্বর শেষে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকায়। সর্বোশেষ ১৭ নবেম্বর মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৯ শতাংশ সুদহারে ঋণ পুনঃতফসিলের (রিশিডিউলিং) সুবিধার সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আরও ৯০ দিন সময় পাবেন আবেদনকারীরা। সূত্রমতে এই সুবিধায় ঋণ পুনঃতফসিল করে নিয়মিত হয়েছেন অনেকে। তারপরেও এই খেলাপি ঋণ কমাতে ব্যার্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
×