ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারুণ্যের দিক নির্দেশক আইপজিটিভ

প্রকাশিত: ০৫:৫৯, ৩ ডিসেম্বর ২০১৯

তারুণ্যের দিক নির্দেশক  আইপজিটিভ

৪৮ বছর আগে রাইফেল নিয়ে শত্রুদের তাড়া করে বেড়ানো একজন যোদ্ধা আজকের প্রজন্মের কাছে কি চায়? নিশ্চয়ই দেশের চেয়ে বড় চাওয়া আর নেই তাদের। কিন্তু একটা অপ্রিয় সত্য হলো জাতি হিসেবে আমরা ইতিহাস সচেতন না। একজন আদর্শিক নেতা বঙ্গবন্ধুর লাইফস্টাইল, আদর্শ, ঢাকার বুকে কাঁপন ধরানো গেরিলারা, হালকা অস্ত্র দিয়ে সাবসবনিক বিমান ভূপাতিত করা- গর্ব করার মতো কত কিছুই আছে আমাদের। কিন্তু চর্চা না থাকলে যে কিছুদিন পর এই ইতিহাস ভুলতে বসবে জাতি। ঠাকুরগাঁও এর মোহাম্মদ শফিক পারভেজ পরাগের ভাবনাটাও এমন ছিল। গর্বের ইতিহাস জানলে তরুণ দেশের জন্য কিছু করতে সেটা প্রেরণা জোগাবে এমনটাই ভাবেন তিনি। এছাড়াও ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলায় বেড়ে ওঠা পরাগ এলাকায় মাদকের বিস্তার নিয়েও ভীত ছিলেন। সুস্থ বিনোদন নেই, দেশের প্রতি টান নেই তাহলে সেখানে সৃজনশীল কর্মকাণ্ডের বিস্তার ঘটবে কিভাবে? এসব ভাবনা থেকেই আইপজিটিভের যাত্রা শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন শোয়েব, হাফিজ, আবিদ, আতিক এবং আরও অনেকেই। ইতিবাচকতা ও মানবিক মূল্যবোধ একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ইতিবাচক চিন্তার মানুষই সমাজে ইতিবাচক পরিবর্তনের উপাদান হিসেবে কাজ করে। প্রথমে সুস্থ ইতিহাস চর্চার তাগিদে আইপজিটিভের যাত্রা শুরু“হলেও পরে তারা নিজেদের কার্যক্রম নিয়ে গেছে আরও বহুদুরে। সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে পীরগঞ্জ মাদকের আখড়া হওয়ার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে একমাত্র তরুণরাই রুখে দিতে পারত। আর তাই তরুণদের নিয়ে হরেক রকম কার্যক্রম শুরু করেন পরাগ। তরুণদের তিনি মনে করিয়ে দিতে শুরু করেন তরুণ হিসেবে সমাজের জন্য তাদের কিছু করার আছে, একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই তো ’৭১ সালে তরুণরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাহলে আজকের তরুণ হিসেবে সামান্য দায়িত্বটা তো আমরা পালন করতে পারি। মানসম্মত শিক্ষা ও কর্মজীবনের জন্য দক্ষতা উন্নয়নে আইপজিটিভ প্রতিনিয়ত বিভিন্ন স্কুল, কলেজের তরুণদের নিয়ে সেমিনার, আইসিটি দক্ষতা উন্নয়নে ফ্রি ট্রেইনিং, ওয়ার্কশপ, সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করতে শুরু করে। তরুণদের দক্ষতা নিয়ে কাজ করতে ‘শিখব দক্ষতা’ নামের একটি প্রজেক্ট নিয়েছে, যার আওতায় সহস্রাধিক শিক্ষার্থী প্রশিক্ষিত হয়েছে। আইপজিটিভ এর যাত্রার শুরু থেকেই আইপজিটিভ পরিবেশ নিয়ে কাজ করে। এ পর্যন্ত গত আট বছরে আইপজিটিভ প্রায় দশ হাজার বৃক্ষ বিতরণ ও রোপণ করেছে। বর্তমানে আইপজিটিভ প্রতিবছর বর্ষায় এলাকার বিভিন্ন প্রাইমারি স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ সেই সঙ্গে তাদের নিয়ে তাদের ক্যাম্পাস কে সবুজায়ন এর উদ্যোগ চলমান। আগামী ২০৩০ সালের মধ্যে আইপজিটিভ ঠাকুরগাঁও এর সকল স্কুল ক্যাম্পাস সবুজ ও আরও ২০০০০ বৃক্ষ বিতরণ ও রোপণ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নারী শিক্ষার্থীদের সুরক্ষাতে প্রশাসনের সঙ্গে তারা প্রায়ই মতবিনিময় সভা আয়োজন করে থাকে। এতে নারী শিক্ষার্থীরা তাদের যে কোন ধরনের সমস্যা তুলে ধরতে পারে। এছাড়াও বর্তমান যুগের অন্যতম সমস্যা ‘সাইবার বুলিং’ নিয়েও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে আইপজিটিভ। আইপজিটিভ মাদকবিরোধী জনসচেতনতা, শীতে শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা, নিয়মিত রক্তদান, মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও অসহায় মানুষের যতসামান্য সহযোগিতার মাধ্যমে আইপজিটিভ এলাকার মানুষের হৃদয়ে নাড়া দিতে সক্ষম হয়েছে। আর এ সকল কার্যক্রমের বেশির ভাগ অর্থই আসে স্কুল, কলেজ পড়ুয়া আমাদের স্বেচ্ছাসেবকদের অনুদানের টাকায়। এছাড়াও কিছু সুধীজন ও আইপজিটিভ এর যে সকল সিনিয়র সদস্য বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বা নিজ ব্যবসা করছে তাদের অনুদানে। আর সব কিছু ছাপিয়ে ইতিহাস চর্চার জন্য প্রতিযোগিতা সেমিনার এবং জঙ্গীবাদবিরোধী প্রচারণা চলে বছরজুড়েই। তবে এত কিছু সূচনাটা সহজ ছিল না। বিভিন্ন সময়ে শুনতে হয়েছে টিপ্পনি, এমনকি উপড়ে ফেলা হয়েছিল গাছও! সমাজ পরিবর্তনের স্বীকৃতিসরূপ ২০১৭ সালে ইয়াং বাংলা কর্তৃক জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড পেয়েছে সংগঠনটি এবং সারা দেশের সেরা দশটি সংগঠনের মধ্যে নির্বাচিত হয়েছিল।
×