ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর পদে নতুন তিন মুখ

প্রকাশিত: ০৬:০১, ২ ডিসেম্বর ২০১৯

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর পদে নতুন তিন মুখ

রাবিবা সংবাদদাতা ॥ বাংলাদেশ (রবিবা)-এ সহকারী প্রক্টর হিসেবে নতুন তিনজন গতকাল বিজয়ের মাসের প্রথম দিনে ১লা ডিসেম্বর (রবিবার) দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্বান্ত মোতাবেক আইনের ধারা অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য নতুন ৩ জনকে সহকারী প্রক্টর এর দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রক্টররা হলেন সংগীত বিভাগের চেয়ারম্যান মো. রওশন আলম, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেন, সাংস্কৃতিক বিভাগের প্রভাষক রাজীব অধিকারী। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আব্দুল লতিফ এ সম্পর্কে বলেন, বিশ্ববিদ্যালয়ের সংবিধির বিধি মোতাবেক পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে তাদের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
×