ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএ গেমসে জয়ে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের

প্রকাশিত: ০৩:১১, ৩ ডিসেম্বর ২০১৯

এসএ গেমসে জয়ে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের

অনলাইন রিপোর্টার ॥ সাউথ এশিয়ান গেমসের তৃতীয় দিনটা যেন সোনায় সোহাগা বাংলাদেশের জন্য। দিনের শুরুতে কারাতে কুমিতে (৬০ কেজি) আল-আমীনের সোনা জয়ের পর মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা আক্তার পিয়া। এরপর মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে তৃতীয় সোনার পদক এনে দেন হুমায়রা আক্তার অন্তরা। মেয়েদের এমন জয়ের দিনে হারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দলও। শক্তিশালী শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লঙ্কান মেয়েরা ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার জানাদি আনলির উইকেট হারায় ৫ রানে নাহিদা আকতারের বলে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার উমেশা থিমাসিনি খেলেন ৪৯ বলে ৫৫ রানের ইনিংস। দুই নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ৩৩ রান করেন অধিনায়ক হারশিথা মাদাভি। এছাড়া সাথিয়া সন্দিপনীর ১২ রান ছাড়া বাকীদের ব্যর্থতায় ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী দল। নাহিদা আকতার নেন ৪ উইকেট। এছাড়া ১ উইকেট পান জাহানারা আলম। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালও করেনি বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট হারাতে হয় ৮ রানে। এরপর আয়শা রহমান খেলেন ২৯ রানের ইনিংস। আয়শার বিদায়ের পর সানজিদা ইসলাম অপরাজিত থেকে জয় এনে দেন বাংলাদেশকে। নিগার সুলতানা ৬ রানে সাজঘরে ফিরলেও ফারজানা হক অপরাজিত থাকেন ২৩ রানে। লঙ্কান মেয়েদের হারাতে বেগ পেতে হয়নি বাংলাদেশের। ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে।
×