ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারাতেতে তিন স্বর্ণপদক জয়ে সাফল্যের দিন বাংলাদেশের

প্রকাশিত: ১১:১২, ৪ ডিসেম্বর ২০১৯

কারাতেতে তিন স্বর্ণপদক জয়ে সাফল্যের দিন বাংলাদেশের

রুমেল খান, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ এসএ গেমসের আসরে মঙ্গলবার দিনটা আক্ষরিক অর্থেই মঙ্গলময় ছিল বাংলাদেশ ক্রীড়া দলের জন্য। কেননা আসরের তৃতীয়দিনে তিনটি স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশ। সবগুলোই আসে মার্শাল আর্টের অন্যতম একটি খেলা কারাতে ইভেন্ট থেকে (কাঠমান্ডুর ললিতপুর)। এতে বাংলাদেশ মোট স্বর্ণপদক জিতল চারটি। খো-খোতে কৃতিপুরে ছেলেদের প্রথম সেমিফাইনালে নেপালকে প্রথম দুই ইনিংস টাই হওয়ার পর অতিরিক্ত ইনিংসে বাংলাদেশ জেতে ২৪-২৩ পয়েন্টে। ফাইনালে তারা ভারতের মোকাবেলা করবে। দশরথ স্টেডিয়ামে ছেলেদের ফুটবলে মালদ্বীপের সঙ্গে ১-১ গোল ড্র করে বাংলাদেশ। অনুর্ধ-২৩ দলের এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। মঙ্গলবার ম্যাচের ৩০তম মিনিটে আকরাম আব্দুল ঘানির আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭০তম মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম হোসাইন। এই ড্রতে ফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেল বাংলাদেশের। কারাতেতে পুরুষদের ৬০ কেজি কারাতের কুমিতে ইভেন্টে আল-আমিন, নারীদের মাইনাস ৫৫ কেজি কুমিতে মারজান আক্তার প্রিয়া, নারীদের মাইনাস ৬১ কেজি কুমিতে হুমায়রা আক্তার অন্তরা স্বর্ণপদক জেতেন। এছাড়াও এদিন কারাতে ইভেন্টে আরও তিনটি ব্রোঞ্জপদক জেতেন কারাতে খেলোয়াড়রা। এর আগে সোমবার তায়কোয়ান্দোকা দীপু চাকমা এবারের আসরে দেশকে প্রথম সোনার পদক এনে দেন। মেয়েদের কুমিতে অনুর্ধ-৬৮ ইভেন্টে ব্রোঞ্জ পান মরিয়ম খাতুন বিপাশা। আর ছেলেদের কুমিতে অনুর্ধ-৬৭ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মোহাম্মদ ফেরদৌস। শূটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রৌপ্যপদক জেতে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা এবং শারমিন আক্তার রতœা। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের একক ইভেন্টে পঞ্চম হন দিশা (৬১৫.৭) এবং সপ্তম হন টুম্পা (৬১২.২)। রতœা (৬০৩.২) এই ইভেন্টে সেরা আটেই আসতে পারেননি। ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে দলগত রৌপ্যপদক জেতে বাংলাদেশ। এই ইভেন্টে অংশ নেন আব্দুল্লাহ হেল বাকী, ইউসুফ আলী এবং শোভন চৌধুরী। মেয়েদের ক্রিকেটে পোখারা ক্রিকেট গ্রাউন্ডে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৭ উইকেটে ৯ বল হাতে রেখে। ম্যাচসেরা হন সানজিদা ইসলাম। বাংলাদেশ তাদের পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। এদিকে ছেলেদের ক্রিকেটে আজ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে এ্যাথলেটিক্সে ছেলেদের হাইজাম্পে ২.১৬ মিটার লাফিয়ে রৌপ্যপদক জয় করেন মাহফুজুর রহমান শুভ। এটা তার রেকর্ড। জাতীয় এ্যাথলেটিক্সে তার আগের রেকর্ড ছিল ২.১৫ মিটার। দক্ষিণ এশিয়ান গেমসে হাইজাম্প থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। ছেলেদের ১০০ মিটারে স্প্রিন্টে আটজনের মধ্যে ১০.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে ইসমাইল হোসেন পঞ্চম ও ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে অষ্টম হন হাসান মিয়া। মেয়েদের ১০০ মিটারে শিরিন আক্তার (১২ দশমিক ৩২) ষষ্ঠ ও শরিফা খাতুন (১২.৫৩) সপ্তম হন। উশুতে ছেলেদের চ্যাং চুয়ান তাউলু ইভেন্টে রৌপ্যপদক জেতেন বাংলাদেশের ওমর ফারুক। তিনি পান ৯.৩৪ পয়েন্ট। ৯.৪৮ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে সোনা জেতেন নেপালের বিজয় সিনজালি। আর ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার সাউমা প্রভাকারা। মেয়েদের চ্যাং চুয়ান তাউলু ইভেন্টে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের নূর বাহার খানম। মেয়েদের সানদা অনুর্ধ-৫২ কেজিতে ব্রোঞ্জ জেতেন ফাহমিদা তাবাসসুম। মেয়েদের খো খোতে এক ইনিংস ও এক পয়েন্টে নেপালের কাছে হেরে ফাইনালের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। আগামীকাল সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ মেডেল নির্ধারণী ম্যাচ খেলবে তারা। ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রীলঙ্কার দিনুকার কাছে ১০-২১, ৭-২১ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের সালমান খান। বাংলাদেশের সিগবাত ২১-১৭, ২১-০৯ পয়েন্টে ভুটানের আনিশ গুরুংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। মেয়েদের এককে এলিনা সুলতানা জেতেন। শাপলা আক্তার ওয়াক ওভার পান। তারা দু’জনেই ভুটানের প্রতিপক্ষের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠেন। পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের গৌরব সিনহা ও লোকমান শ্রীলঙ্কার কাছে ২১-১৫, ২১-১৮ পয়েন্টে
×