ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন কংগ্রেসে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব পাস

প্রকাশিত: ০১:২৮, ৪ ডিসেম্বর ২০১৯

মার্কিন কংগ্রেসে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক ॥ চীনে উইঘুর মুসলিমদের ‘অবাধে আটক, নির্যাতন ও হেনেস্তা’ করা হচ্ছে দাবি করে এর মোকাবিলায় একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই বিলে চীনের নির্দিষ্ট সরকারি কর্মকর্তাদের ওপর ও দেশটির শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টির সম্পাদক ছান ছিয়াংকোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে, জানিয়েছে বিবিসি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হওয়া বিলটি এরপর সিনেট ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হবে। এ ঘটনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিলটিকে ‘বিদ্বেষপূর্ণ’ বলে অভিহিত করেছে। মাত্র কয়েকদিন আগে হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সমর্থন করে কংগ্রেসে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বিলেরও তীব্র নিন্দা করেছিল চীন। সেটির রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিল পাস করল ডেমোক্রেট নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ। মঙ্গলবার রাতে ‘উইঘুর হিউমান রাইটস পলিসি অ্যাক্ট ২০১৯’ শিরোনামের এই বিলটির পক্ষে ৪০৭ ভোট ও বিপক্ষে পড়ে এক ভোট পড়ে। কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি বিলটির বিপক্ষে ভোট দেন। এর আগে তিনি হংকং বিলের বিরুদ্ধেও ভোট দিয়েছিলেন। এই বিলে চীনের যে কর্মকর্তাদের বিরুদ্ধে ‘শিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশ্বাসযোগ্য অভিযোগ আনা হয়েছে’ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। বিলটিতে চীনের কমিউনিস্ট পার্টির শিনজিয়াং শাখার প্রধান ছান ছিয়াংকোর নাম উল্লেখ করে তাকে উইঘুরদের বিরুদ্ধে পরিচালিত শিবিরের ‘স্থপতি’ বলে উল্লেখ করা হয়েছে। বিলে ‘উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের’ নিন্দা করার জন্য, সব শিবির তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য ও ‘আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দেওয়া মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে’ চীনকে বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিলটিকে ‘বিদ্বেষপূর্ণ’ অভিহিত করে ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
×