ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএ গেমস খেলেই অবসর নিচ্ছেন কাবাডি তারকা মালেকা

প্রকাশিত: ০৭:৪১, ৪ ডিসেম্বর ২০১৯

এসএ গেমস খেলেই অবসর নিচ্ছেন কাবাডি তারকা মালেকা

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ অনেকতো খেললাম। আর কত? তাই এবার নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছে রয়েছে আমার ... কথাগুলো শাহনাজ পারভীন মালেকার। বাংলাদেশ নারী কাবাডির ইতিহাসের সেরা ও কিংবদন্তী এই খেলোয়াড় চলমান এসএ গেমস কাবাডি খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক তিনিই। ২০০৫ সালে কাবাডি ক্যারিয়ার শুরু করেন মালেকা। অসাধারণ সব অর্জন ও প্রাপ্তি আছে তার। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ (দলের অধিনায়ক ছিলেন), ২০১০ ম্যাটে সাউথ এশিয়ান গেমসে রৌপ্য, এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ (দলের অধিনায়ক), ২০১৪ ইনচন এশিয়ান গেমসে ব্রোঞ্জ এবং ২০১৬ এসএ গেমসে রৌপ্যজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন মালেকা। এখন দেখার বিষয়, আগামীতে মালেকার মতো কিংবদন্তী খেলোয়াড় তৈরি হয় কি না।
×