ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেবের ঢাকা মিশন!

প্রকাশিত: ১৩:১১, ৫ ডিসেম্বর ২০১৯

দেবের ঢাকা মিশন!

দিপক অধিকারী- এই নামের সঙ্গে নিশ্চই অনেকে পরিচিত। যদি বলি নায়ক দেব! তাহলে তো কথাই নেই, অসংখ্য ভক্তের বাঁধভাঙ্গা চিৎকার। দেবের জন্য এর থেকে সুভাষণ আপাতত দরকার আছে বলে মনে হচ্ছে না। তবে, একটা বিশেষণ যোগ করা যেতে পারে আর তা হলো- বর্তমান সময়ের টালিউডের অন্যতম হার্টথ্রব! বাংলাদেশে দেবের ভক্ত ভারতের থেকে কম নয়! এটা বোধ করি স্বয়ং দেবও উপভোগ করেন। তবে হয়ত সবটা জানেন না, বাংলাদেশের একেবারে প্রত্যন্ত এলাকায় ঘরে দেবের ছবি ঝুলিয়ে টিভিতে তার অভিনীত সিনেমা দেখার নিয়মিত ভক্তের অভাব নেই। সিনেমার শূটিং বা অন্য কাজে ঢাকা এলেও বাংলাদেশের দর্শকদের জন্য কোন সিনেমা তার এখনও করা হয়নি। এদিক থেকে বলতে গেলে টালিগঞ্জের অধিকাংশ অভিনয় শিল্পী বাংলাদেশের সিনেমায় অতীত এবং বর্তমানে অভিনয় করেছেন। সুতরাং দেবের ওপর একটা আক্ষেপ কিন্তু আছে এদেশীও ভক্তদের। গেল মাসের শেষ সপ্তাহে জানা যায় নিজের অভিনীত সিনেমা ‘পাসওয়ার্ড’ হলে মুক্তি দিতে বাংলাদেশের আসছেন দেব, সঙ্গে থাকছে ভক্তদের জন্য নতুন চমক। সপ্তাহ খানেক আগে ঢাকাসহ সারাদেশে ৩২টা হলে ‘পাসওয়ার্ড’ মুক্তি পায়। সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রয়া দেখা গেছে সিনেমা হলের গেটে। ‘পাসওয়ার্ড’ কলকতায় মুক্তি পেয়েছিল অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে। নবেম্বরে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’র পরিবর্তে এই সিনেমা বাংলাদেশে মুক্তি পায়। এবার আসি দেবের চমকের কথায়.. হ্যাঁ দেব বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে চলেছেন। আসছে মাসের মাঝামাঝি সময়ে সেই সিনেমার শূটিং শুরু হতে হবে। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘মিশন এক্সট্রিম’ গত সপ্তাহে ঢাকার একটি ফাইফ স্টার হোটেলে বাংলাদেশের গণমধ্যমকে এই খবর নিশ্চিত করেন দেব। নিঃসন্দেহে দেব ভক্তদের জন্য এটি ভীষণ খবর। আনন্দকণ্ঠ প্রতিবেদক
×