ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃদ্ধ র‌্যাম্বো

প্রকাশিত: ১৩:১৪, ৫ ডিসেম্বর ২০১৯

বৃদ্ধ র‌্যাম্বো

কথায় আছে মূর্খ বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রু উত্তম। কেন বলছি কথাটা জানা যাবে র‌্যাম্বো সিনেমার শেষ অংশে। ভিয়েতনাম, আফগানিস্তান, মিয়ানমারে দাঁপিয়ে আসা ড়হব সধহ ধৎসু র‌্যাম্বো অবসর নিয়েছেন বুলেট বারুদের কাছ থেকে। জীবনের শেষ বয়সে মেক্সিকোর সীমান্তঘেঁষা এক শহরে একটি খামারবাড়িতে ছিমছাম জীবনযাপন করতে দেখা যায় তাকে। সঙ্গী তার এক বন্ধু এবং বন্ধুর নাতনি যার কাছে কিনা র‌্যাম্বো পিতার সমতুল্য। জন্মদাতা মা গত হওয়ার পর পিতা রীতিমতো ছুড়ে ফেলে দেয় মেয়েটিকে, তারপর আঙ্কেল র‌্যাম্বোই যেন হয়ে উঠেছে তার পিতা। ছিমছাম এই জীবনের মধ্যেও র‌্যাম্বোকে তাড়া করে বেড়ায় যুদ্ধের স্মৃতি। ঘটনার শুরু হয় যখন কন্যা সমতুল্য মেয়েটি তার নিজের পিতার খোঁজ পায়। ঠিক কি কারণে নিজের মেয়েকে সে ছুড়ে ফেলে দিয়েছিল সেটা জানতে সে সবার মত অগ্রাহ্য করে মেক্সিকোতে পিতার কাছে চলে যায়। কিন্তু মাদক সন্ত্রাস পতিতাবৃত্তির আখড়া মেক্সিকোতে সে নিখোঁজ হয়। কন্যা সমতুল্য মেয়েটিকে বাঁচাতে র‌্যাম্বোকে আরেকবার তাকে রক্ত ঝরানো সৈনিকে পরিণত হতে হবে। প্রমাণ করতে হবে মরিচা ধরলেও সে অকেজো নয়! উর্দি ছাড়লেও একজন সেনার সৈনিকপ্রবৃত্তি শেষ হয় না, হয়ত জ্বলে উঠতে খানিকটা সময় লাগে আর কি। এদিকে র‌্যাম্বোর খুনের নেশা জেগে উঠতে উঠতে তার নিজের কন্যাই পরপারে চলে যায়। রাগে উন্মত্ত র‌্যাম্বো প্রতিশোধের নেশায় আবার হয়ে ওঠেন একজন ড়হব সধহ ধৎসু তে। সিনেমার শেষ দিকে দেখা যায় কৌশলে শত্রুদের নিজের বাড়িতে ডেকে এনে তাদের ভয়ানকভাবে হত্যা করেন র‌্যাম্বো। ভিয়েতনামের গেরিলাদের দুর্দান্ত সব টানেল এবং ফাঁদে ষাটের দশকে মারাত্মকভাবে নাকাল হয়ে হয়েছিল মার্কিন সেনারা। এসব ফাঁদ আর টানেল ভিয়েতনামকে বিশ্বসেরা মার্কিন বাহিনীর জন্য গোরস্তান বানিয়ে ছেড়েছিল। শত্রুদের কাছ থেকে অর্জিত এই জ্ঞান দিয়েই এ্যারিজোনায় নিজের বাড়িকেই দুর্গতে পরিণত করে র‌্যাম্বো। এর বাইরেও ভিয়েতনামের টানেলে কি বাজেভাবেই মার্কিন সেনারা নাকাল হয়েছিল সেই ধারণা এই সিনেমা থেকে পাওয়া যায়। প্রথম দিকে সিনেমাটি ধীর গতির মনে হলেও সময়ের সঙ্গে সিনেমার প্লট এবং গতি চমৎকার ভাবেই গড়ে উঠেছে। ধীরে ধীরে বৃদ্ধের খোলস ছেড়ে আবার র‌্যাম্বোর ‘র‌্যাম্বো’ হয়ে ওঠাও দর্শকের কাছে বেশ প্রশংসা পেয়েছে। সিনেমার গল্প সাদাসিধে হলেও পরিবেশ, পারিপার্শ্বিক সব কিছু, অসাধারণ সংলাপের সঙ্গে বেশ মানানসই হয়েছে।
×