ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আ লো চি ত খ ব র

প্রকাশিত: ১৩:১৪, ৫ ডিসেম্বর ২০১৯

আ লো চি ত  খ ব র

অদিতির স্মৃতিচারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন। দীর্ঘ বিশ বছর ধরে রবীন্দ্রসঙ্গীত চর্চায় নিজেকে ব্রত রেখেছেন। এ উপলক্ষে তাঁর একক সঙ্গীতসন্ধ্যা ‘অরুণ আলোর অঞ্জলি’। বিনামূল্যে অনলাইন নিবন্ধনের মাধ্যমে এ অনুষ্ঠানে অদিতির গান শুনতে যাওয়ার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়েছে অদিতি মহসিনের সঙ্গীতসন্ধ্যা ‘অরুণ আলোর অঞ্জলি’। সেখানে গত ২০ বছরের স্মৃতিচারণার পাশাপাশি গান শোনাবেন এই শিল্পী। অদিতি মহসিন উপমহাদেশের অন্যতম এক বরেণ্য শিল্পী। বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত একাডেমি ‘বুলবুল একাডেমি অব ফাইন আর্টস’ (বাফা) থেকে তাঁর সঙ্গীতশিক্ষা শুরু“হয়। অসামান্য কৃতী এবং সঙ্গীত প্রতিভার জন্য শান্তিনিকেতনের বিশ্বখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে পড়ার জন্য ভারত সরকারের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি পান এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। শান্তিনিকেতনে পড়ার সময় কিংবদন্তিতুল্য সঙ্গীতশিল্পী ও পণ্ডিতদের কাছে প্রশিক্ষণ নেন। তাঁদের মধ্যে রয়েছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন। শিপনের ইচ্ছা পূরণ! শিপন মিত্র। ২০১৪ সালে সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ইয়েস ম্যাডাম’ ছবিতে। এটি পরিচালনা করবেন রকিবুল আলম রাকিব। ছবিতে শিপনের বিপরীতে নায়িকা হিসেবে আছেন সাবরিনা সুলতানা কেয়া। চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি কেয়া নামেই বেশি পরিচিত। নতুন ছবি প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘আমার চরিত্রটিও একটু ভিন্ন। গল্পটা শুনেই খুব পছন্দ হয়েছে। প্রথমবার রকিব ভাইয়ের সঙ্গে কাজ করব। তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে ছিল। এ ছবির মাধ্যমে সেটি পূরণ হচ্ছে। বন্ড ভক্তদের জন্য সুখবর! জেমস বন্ড সিরিজের ভক্তদের জন্য প্রথম সুখবর হলো, মুক্তি পেয়েছে ‘নো টাইম টু ডাই’ এর ট্রেলার। সিরিজের ভক্তরা অনেক দিন ধরে অপেক্ষায় আছেন এ সিরিজের। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডেলিয়াল ক্রেইগ যখন এই সিরিজের নায়ক নির্বাচিত হন তখন থেকে নো টাইম টু ডাই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ অবশেষে কিছুটা হলেও শান্তির পরশ দিয়ে এই ট্রেলারে।
×