ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে কারণে ব্রোঞ্জ জিতেও সন্তুষ্ট সোনম-সাদিয়া

প্রকাশিত: ০১:৫২, ৫ ডিসেম্বর ২০১৯

যে কারণে ব্রোঞ্জ জিতেও সন্তুষ্ট সোনম-সাদিয়া

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ টেবিল টেনিসে (টিটি) ছেলেদের দলগত ইভেন্টে পাকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে তাম্রপদক জিতেছে বাংলাদেশ। এই দলের হয়ে খেলেন জাভেদ, পরাগ ও হৃদয়। মেয়েদের দ্বৈতে স্বাগতিক নেপালকে ৪-১ সেটে হারিয়ে তাম্রপদক জিতেছেন বাংলাদেশের সোনম সুলতানা সোমা এবং সাদিয়া রহমান মৌ জুটি। জনকণ্ঠকে সোমা জানান, "আপনার তো জানেন, বাংলাদেশে আমরা কতদিন এবং কিভাবে বিভিন্ন অনাকাংখিত ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে অনুশীলন করেছি।মনোবল-মনোসংযোগ বলতে কিচ্ছু ছিল না। তাই এই ইভেন্টে যে ব্রোঞ্জ জিতেছি, তা নিয়ে আমরা অনেক সন্তুষ্ট।
×