ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্ল হারবারে দুজনকে হত্যা করে মার্কিন নৌসেনার আত্মহত্যা

প্রকাশিত: ০৯:১২, ৬ ডিসেম্বর ২০১৯

পার্ল হারবারে দুজনকে হত্যা করে মার্কিন নৌসেনার আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর এক সদস্য গুলি করে দুই জনকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ঘাঁটিটির কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা প্রতিরক্ষা দফতরের বেসামরিক কর্মকর্তা। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হত্যার উদ্দেশ্য এবং হত্যাকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন বুধবার গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে, কিন্তু তিনি বিস্তারিত আর কিছু জানাননি। টুইটারে ঘাঁটি কর্তৃপক্ষ বলেছে, ‘স্থানীয় সময় প্রায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে।’ সব তথ্য পাওয়ার পর কর্মকর্তারা ঘটনার বিষয়ে আরও তথ্য জানাবেন বলে ঘোষণায় বলা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী হাওয়াই নিউজ নাউকে জানিয়েছেন, বন্দুকধারীকে নিজের মাথা বরাবর বন্দুক তাক করে গুলি করতে দেখেছেন তিনি। বন্দুকধারী মার্কিন নৌবাহিনীর ইউনিফর্ম পরা ছিল বলে তিনি জানিয়েছেন। হনলুলু থেকে ১৩ কিলোমিটার দূরের পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত স্থাপনা আছে। -এপি
×