ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে স্মরণকালের বৃহত্তম ধর্মঘট

প্রকাশিত: ০৯:১২, ৬ ডিসেম্বর ২০১৯

ফ্রান্সে স্মরণকালের বৃহত্তম ধর্মঘট

১৯৯৫ সালে অবসর ব্যবস্থার সংস্কার নিয়ে কর্মবিরতিতে গিয়েছিলেন ফ্রান্সের সরকারী কর্মকর্তারা। সে সময় তিন সপ্তাহ ধরে এই বিরতি চলে। সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। এর পর দীর্ঘ সময় পেরিয়ে আবার ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় কর্মবিরতি সংঘটিত হচ্ছে। সরকারী কর্মকর্তাদের অবসর ভাতা কামানো ও চাকরির সময়সীমা বৃদ্ধির প্রতিবাদে কাজ বন্ধ করেছেন লাখ লাখ লোক। এই কার্যক্রমে অংশ নিয়েছে পুলিশ, আইনজীবী, হাসপাতাল কর্মী, স্কুল ও পরিবহন কর্মীসহ অনেক সরকারী কর্মী। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইউনিভার্সাল পয়েন্টভিত্তিক অবসরভাতা ব্যবস্থায় অখুশি কর্মী ইউনিয়গুলো এই কর্মবিরতি মেনে নিয়েছে। কর্তৃপক্ষ অনেকদিন ধরেই এই অচলাবস্থা কাটাতে মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মবিরতি চলার কথা থাকলেও কিছু ব্যবসায়িক নেতা তা অব্যাহত রাখার হুমকি দিয়েছে। তারা জানান, ম্যাক্রোঁ তার অবসর ব্যবস্থা না পাল্টানো পর্যন্ত কাজে ফিরবেন না। এক জরিপে দেখা যায়, ৬৯ শতাংশ ফরাসী এই কর্মবিরতি সমর্থন করেন। -এএফপি ও সিএনএন
×