ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্প ইমপিচযোগ্য অন্যায় করেছেন ॥ তিন আইন বিশেষজ্ঞের মত

প্রকাশিত: ০৯:১৩, ৬ ডিসেম্বর ২০১৯

ট্রাম্প ইমপিচযোগ্য অন্যায় করেছেন ॥ তিন আইন বিশেষজ্ঞের মত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচ হওয়ার মতো অন্যায় করেছেন, কংগ্রেসের শুনানিতে এমন মন্তব্য করেছেন তিনজন আইন বিশেষজ্ঞ। ধারণা করা হচ্ছে প্রতিনিধি পরিষদ সম্ভবত ট্রাম্পকে ইমপিচ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এর ফলে ইমপিচমেন্ট তদন্তে নতুন অধ্যায়ের শুরু হলো। সিএনএন। এবার ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে মত দিলেন তিন সাংবিধানিক আইন বিশেষজ্ঞ। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের জুডিসিয়ারি কমিটির শুনানিতে হাজির চার মার্কিন আইন বিশেষজ্ঞ। এর মধ্যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পামেলা কার্লান, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের নোয়া ফেলডম্যান ও নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল গাহার্ড ডেমোক্র্যাটদের ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জনাথন টার্লে রিপাবলিকানদের পছন্দ করা। শুনানিতে ফেলডম্যান বলেন, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প। এছাড়া মাইকেল গাহার্ড ও পামেলা কার্লানও বলেন, প্রেসিডেন্টের অপরাধ অভিসংশনের যোগ্য।
×