ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সফল ভ্যাকসিন

প্রকাশিত: ০৯:১৩, ৬ ডিসেম্বর ২০১৯

সফল ভ্যাকসিন

ব্রিটিশ বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন একটি টাইফয়েড ভ্যাকসিন চমৎকারভাবে কাজ করছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এ তথ্য প্রকাশিত হয়েছে। সালমোনেলা টাইফি ব্যাক্টেরিয়াবাহিত টাইফয়েড বর্তমানে একটি বড় স্বাস্থ্য সমস্যা। এই টিকা টাইফয়েডে কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানে ৯০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হচ্ছে। টাইফয়েডের সবচেয়ে বড় বিপজ্জনক দিক যে এতে এ্যান্টিবায়োটিকে এখন আর কাজ হয় না। -ইয়াহু নিউজ নাসার সৌর মিশন নাসার সৌর পর্যবেক্ষণ নভোযান পার্কার সোলার প্রোব সূর্যের কাছ থেকে ছবি তুলে রেকর্ড সৃষ্টি করেছে। বুধবার বিজ্ঞানীরা এই অভিযানের প্রথম ফল প্রকাশ করেন। এতে তারা সূর্যের নিকটবর্তী শক্তিশালী কণাগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙ্গে পড়া প্রত্যক্ষ করেছেন। এর আগে এটা কখনও দেখা যায়নি। বিজ্ঞানীরা বলেছেন, তারা অবশেষে সূর্যের চারপাশে থাকা আবর্জনা মুক্ত অঞ্চলেরও প্রমাণ পেয়েছেন। -এপি
×