ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ০৯:১৬, ৬ ডিসেম্বর ২০১৯

টেকনাফে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ফরহাদকে আটক করেছে। ধৃত আবদুল মোতালেব ফরহাদ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। লেদা স্টেশনের পাশে তাদের ক্রীড়া অফিস থেকে বুধবার সন্ধ্যার পর তাকে আটক করেছে বিজিবি। জানা গেছে, বুধবার সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির লেদা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে লেদা পুরাতন বাজারের লেদা স্পোর্টিং ক্লাব থেকে ৮০ হাজার ইয়াবা, ১টি চায়না ৯ এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার মৃত আমীর হোসেনের ছেলে আবদুল মোতালেব ফরহাদকে আটক করে। বরিশালে নিখোঁজের এক বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিখোঁজের একবছর পর বৃহস্পতিবার দুপুরে যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। উজিরপুর উপজেলার পূর্ব ওটরা গ্রামের কাজী বাড়িসংলগ্ন নির্জন স্থানে কঙ্কাল দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সঙ্গে জড়িয়ে থাকা জ্যাকেটের পকেটে নিহতের জাতীয় পরিচয়পত্র পেয়ে নিশ্চিত হয়েছে ওই ব্যক্তি একই গ্রামের হালিম হাওলাদারের ছেলে ও দুই সন্তানের জনক কাওসার হোসেন (৩৫)। পুলিশ কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলে, নিহত কাওসার হোসেন চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন। এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সঙ্গে থাকা জ্যাকেটের পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে কঙ্কালের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের স্বজনরাও কাওসারের নিখোঁজের বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে মোবাইলের ভাঙ্গা অংশ, মানিব্যাগসহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, কাওসারকে হত্যার পর লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। অবশেষে বাউফলের ইউএনওকে বদলি নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ৫ ডিসেম্বর ॥ বাউফলে বিতর্কিত ইউএনও পীযুষ চন্দ্র দে’কে অবশেষে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তাকে বদলি করেন। ইউএনও পীযুষ চন্দ্র দে’র বিরুদ্ধে, তার অফিস রুমের সৌন্দর্যবর্ধনের নামে সরকারী টাকা অপচয়, এডিবি, গুচ্ছগ্রাম, সম্পত্তি হস্তান্তর উৎস কর, জমি আছে ঘর নাই, ৪০ দিনের কর্মসূচী, টিআর, কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব থাকাকালীন নামজারি, ১৫০ ধারায়, একসোনা খাস জমির ডিসিআর, চান্দিনা ভিটা নবায়ন, সই মোহর পর্চা দেয়ার ক্ষেত্রে উৎকোচ গ্রহণসহ ভূমি অফিসের গাড়ি ও স্পিডবোডের জ্বালানি ও মেরামত বাবদ কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করা হয়েছে। ইউএনও পীযুষ চন্দ্র দে ১৩ মে ২০১৮ সালে বাউফলে যোগদান করেন।
×