ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:১৭, ৬ ডিসেম্বর ২০১৯

টুকরো খবর

বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ দিনমজুরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৫ ডিসেম্বর ॥ জেলার ভা-ারিয়ায় বৃহস্পতিবার দুপুরের দিকে দুই দিনমজুর বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে। নিহত আল আমীন (৪০) উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খানের ছেলে এবং ইব্রাহীম মাতুব্বর (৩৫) একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে। স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আল আমীন একটি পুকুরে মাছ শিকারের জন্য লোহার রড দিয়ে পুকুরের কচুরিপানা সরানোর সময় অসাবধানতাবশত রডটি পল্লীবিদ্যুত লাইনের ওপর পড়ে আল আমীন বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ইব্রাহীমও বিদ্যুতস্পৃষ্ট হয়। স্বজনরা তাদের উদ্ধার করে ভা-ারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সংবাদদাতা, সাভার, ৫ ডিসেম্বর ॥ আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে আল আমিন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকার এ্যাডভোকেট সাহাবুদ্দিনের মালিকানাধীন ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত আল আমিন নীলফামারী জেলার জলঢাকা থানার পূর্ব শিমুলবাড়ি গ্রামের মোহাম্মদ আহিনূরের ছেলে। জানা গেছে, সকালে কুরগাঁও এলাকার নির্মাণাধীন ওই ভবনে কাজ করতে যান আল আমিনসহ কয়েকজন শ্রমিক। এ সময় আল আমিন ভবনের ৫ম তলায় ছাদের কিনারে দাঁড়িয়ে নিচ থেকে রড টেনে তোলার কাজ করছিলেন। হঠাৎ রড তোলার সময় ছাদ থেকে নিচে পড়ে যায় তিনি। এরপর স্থানীয় এলাকাবাসী ও আল আমিনের সহকর্মীরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান। কচুয়ায় অধ্যক্ষের পদত্যাগ দাবি নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৫ ডিসেম্বর ॥ কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রধান ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষ লুৎফর রহমানের অপসারণের দাবিতে ক্যাম্পাসে একত্রিত হয়ে প্রথমে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিষ্ঠানে সামনের সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা থানা পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে সরে গিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটকে অবস্থান নেয়। অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ইকবাল ও নজরুল নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বরগুনা জেলার আমতলী থানার সোনাকান্দার মাইজুদ্দিনের ছেলে নজরুল ও মাদারীপুর জেলার জাজিরা থানার বরকান্দির মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল।
×