ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

প্রকাশিত: ০৯:১৭, ৬ ডিসেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কৈশোর থেকেই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অন্তুরে প্রথিত ছিল দেশ স্বাধীনতার চিন্তাধারা। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু, দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে হবে। অধ্যাপক সামসুজ্জামান খান বৃহস্পতিবার সকালে বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের গ্রন্থাগার ভবনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করে এসব কথা বলেন। ছাদ জুড়ে লাল সবুজের উদ্ভাসের মধ্যে কর্নারজুড়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ফুটিয়ে তোলাসহ এখানে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ওপর ৫ হাজারের মতো বই। এছাড়া রয়েছে ইতিহাস ও সাহিত্যের নানা ধারনের বই। কমিউনিটি ক্লিনিক উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বাঘইল মল্লিকপাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। অবসরপ্রাপ্ত টিটি ও মুক্তিযোদ্ধা সিদ্দিকুল ইসলামের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকালে ক্লিনিক চত্ব¡রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা বেগম। বিশেষ অতিথি ছিলেন, আবাসিক ডাঃ শামীম পারভেজ, ডাঃ অনামিকা সেকমো, জমিদাতা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, সাংবাদিক সেলিম সরদার, ইউপি সদস্য তাইজুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় মুসলিমা বেগম, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, শাজাহান আবুল হাসেম,শাজাহান আলী বুকু, জামাল উদ্দিন, শিক্ষক মহরম আলী মৌনিয়া সুলতানা, সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
×