ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ০৯:১৮, ৬ ডিসেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ ডিসেম্বর ॥ সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট সিংপাড়া এলাকায় বৃহস্পতিবার পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী তনুশ্রী রায় (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, কচুবাড়ি বোর্ড অফিস এলাকার হরিদাশ চন্দ্র রায়ের মেয়ে ও ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী তনুশ্রী দুপুরে স্কুল থেকে বাইসাইকেলে বাসায় ফিরছিল। এ সময় ঘটনাস্থলে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং সেখানে নিয়ে যাবার পথে সে মারা যায়। সীতাকু-ে পথচারী নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত(৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ছয় বছরের শিশু তানিয়া আক্তার রিক্তা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু রিক্তা ও নিহত মহিলা সম্পর্কে নানি ও নাতিন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিকেল ৪টার সময় ঢাকামুখী একটি সিমেন্ট ফ্যাক্টরির ট্রাক উল্টোপথে যাওয়ার সময় ছোট কুমিরাস্থলে ওই মহিলা ছয় বছরের একটা শিশুকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চাপা দেয়। ঘটনাস্থলে দুইজনই গুরুতর আহত হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিস দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মহিলাকে মৃত ঘোষণা করেন এবং আহত শিশু রিক্তাকে হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন। যশোরে মাদ্রাসা শিক্ষক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, নসিমনের ধাক্কায় মারা গেছেন কমর উদ্দিন (৫২) নামে এক মাদ্রাসার শিক্ষক। ঝিকরগাছা উপজেলার মহেশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কমর উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত কমর উদ্দিন মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা এবং ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া মাদ্রাসার শিক্ষক। নিহতের ছেলে তানভির আহমদ জানান, আমার বাবা বৃহস্পতিবার সকালে মহেশপুর বাজারে মোটরসাইকেলে বসে কথা বলার সময় বিপরীতদিক থেকে আসা একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে তাকে বাঁকড়ার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের ডাক্তার অমিয় দাশ তাকে মৃত ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাদারীপুরে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শিবচরে মাহিন্দ্রার ধাক্কায় ইকবাল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও একজন। আহতকে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে চার বন্ধু ঢাকার সবুজবাগ এলাকার ইকবাল হোসেন, বাদশা মিয়া, আলী হোসেন ও শ্রাবন হোসেন দুটি মোটরসাইকেল নিয়ে বাদশার নানাবাড়ি শরীয়তপুর জেলার জাজিরা বেড়াতে যাচ্ছিল। তাদের মোটরসাইকেল দুটি শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় এলে পেছন থেকে একটি মাহিন্দ্রা ইকবাল ও বাদশার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেন মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাদশা মিয়াকে (৩২) উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। নিহত ইকবাল হোসেন ঢাকার সবুজবাগ এলাকার আলী হোসেনের ছেলে।
×