ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রী পাস পরীক্ষার সূচী পরিবর্তন

প্রকাশিত: ০৯:১৯, ৬ ডিসেম্বর ২০১৯

ডিগ্রী পাস পরীক্ষার সূচী পরিবর্তন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ১ম বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ১৮ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এ পরীক্ষাসমূহ আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এছাড়া ২০১৭ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) আগামী ১৮ ডিসেম্বর হতে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এ পরীক্ষাসমূহ আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উভয় পরীক্ষাই প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে এবং পরীক্ষার অন্য সূচী অপরিবর্তিত থাকবে। মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স এমএ/ এমএসএস/ এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং তা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। মাদারীপুরে ফল বাগানে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ ডিসেম্বর ॥ ফলের বাগানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অর্ধশতাধিক ফল গাছ আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। দিনের বেলায় এমন নাশকতার ঘটনা ঘটলেও উপজেলা বনকর্মকর্তা কিছুই জানেন না। জানা গেছে, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাশার শরীফ কুমার নদের পাড়ে নিজ জমিতে ফলের বাগান করেন। তিনি ৩ একর জমিতে ৫ শতাধিক বিভিন্ন ফলের গাছ রোপণ করেন। তার এ ফলের বাগান দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফল গাছের বাগানে আগুন ধরিয়ে দেয়।
×