ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে ফের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৯, ৬ ডিসেম্বর ২০১৯

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে ফের বিক্ষোভ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপরে বিশ^বিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ৫ নবেম্বর আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করা হয়। এ সময় দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ৫ নবেম্বর উপাচার্যের মদদে ছাত্রলীগ আমাদের যৌক্তিক আন্দোলনে নির্মম হামলা চালিয়েছিল। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি আমরা তা জাবির ক্ষেত্রেও দেখতে চাই। আমরা আন্দোলনের মাধ্যমে বিশ^বিদ্যালয়কে কালিমামুক্ত করতে চাই। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুশফিক-উস-সালেহীন বলেন, বর্তমান প্রশাসন হল খুলে দিয়েছে, যা শিক্ষার্থীদের একটি বিজয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। যদি কোন মহল আন্দোলনকে উসকে দেয়ার চেষ্টা করে তাহলে বিশ^বিদ্যালয় আবার অস্থির হবে। সমাবেশ শেষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্লাটফর্মের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন ঘোষণা দেন, আগামী ১০ ডিসেম্বর উপাচার্যের দুর্নীতির খতিয়ান পুস্তিকা আকারে প্রকাশ করা হবে।
×