ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে গেল ছয় সদস্যের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৯:২০, ৬ ডিসেম্বর ২০১৯

ভারতে গেল ছয় সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৫ ডিসেম্বর ॥ বাংলাদেশ ও ভারতের সীমান্ত সমস্যা নিয়ে বাংলাদেশের জেলা প্রশাসক (ডিসি) ও ভারতের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। এ বছর ভারতের মালদা জেলা শহরে এই জেলা প্রশাসকদের সম্মেলন হবে। মালদা ডিএম কার্যালয়ে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হবে। এই সম্মেলনে যোগ দিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমেগ্রেশন রুট দিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারতে গেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক, এডিএম (রাজস্ব) মুহাঃ রাশেদুল হক, বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোঃ মনিরুল ইসলাম, লালমনিরহাট জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগ ও এনডিসি মোঃ শহীদুল ইসলাম সোহাগ। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশর পক্ষে ২৯ বর্ডার গার্ডের সিও লে. কর্নেল মোঃ শরিফুল্লাহ আবেদ যোগ দিচ্ছেন সম্মেলনে। জানা গেছে, তিন দিনব্যাপী দ্বি-পাক্ষিক সম্মেলনে বাংলাদেশ উত্তরবঙ্গের নয়টি জেলা নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি কমান্ডার, স্থলবন্দরের উপপরিচালক ও জেলা কারাগারের সুপারগণ অংশ নেবেন।
×