ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গর্ভবতী স্বাস্থ্যসেবায় পিএসটিসি মডেল ক্লিনিককে এ্যাম্বুলেন্স প্রদান

প্রকাশিত: ০৯:২৪, ৬ ডিসেম্বর ২০১৯

গর্ভবতী স্বাস্থ্যসেবায় পিএসটিসি মডেল ক্লিনিককে এ্যাম্বুলেন্স প্রদান

ঢাকার আফতাব নগরে পিএসটিসি মডেল ক্লিনিকের জন্য এ্যাম্বুলেন্স প্রদান করেছেন আসফিয়া দোজা। পপুলেশন সার্ভিসেস এ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) নিকেতনের হেড অফিসে বৃহস্পতিবার এ্যাম্বুলেন্স হস্তান্তর করে। বৃহস্পতিবার সকালে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসফিয়া দোজা। তিনি তার মা প্রয়াত কর্পূরনেসার নামে উক্ত এ্যাম্বুলেন্সটি দান করেছেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম বি দোজা। পিএসটিসির চেয়ারম্যান মোসলেহ উদ্দীন আহমেদের কাছে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ, হেড অব প্রোগ্রামস ডাঃ মাহবুবুল আলম এবং পিএসটিসির অন্য কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ‘পিএসটিসির নিজস্ব মডেল ক্লিনিকের জন্য নিজস্ব এ্যাম্বুলেন্সের কথা আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম। পিএসটিসি মডেল ক্লিনিক নারী ও শিশু সেবায় কাজ করে যাচ্ছে। এই এ্যাম্বুলেন্সটি রোগীর সেবা কাজে আমাদের গতিকে আরও ত্বরান্বিত করবে’। -বিজ্ঞপ্তি
×