ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরকীয়া কারনে বিএনপি নেতা কায়সার কামালের বিরুদ্ধে প্রতারনা মামলা

প্রকাশিত: ০৯:২৯, ৫ ডিসেম্বর ২০১৯

 পরকীয়া কারনে বিএনপি নেতা কায়সার কামালের বিরুদ্ধে প্রতারনা মামলা

স্টাফ রিপোর্টার ॥ পরকীয়ার কারনে বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালের বিরুদ্ধে প্রতারনা মামলা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালের বিরুদ্ধে ব্যারিস্টার আতিকুর রহমান বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। বুধবার রাতেই কায়সার কামালকে গ্রেফতার দেখিয়ে আতিকুরের স্ত্রীকে ছেড়ে দেয় পুলিশ। ওই রাতে রাজধানীর স্কয়ার হাসপাতাল এলাকা থেকে কায়সার কামাল তার সহকর্মী ব্যারিস্টার আতিকুর রহমানসহ তিনজনকে থানায় আনা হয়। এদের মধ্যে আতিকুর রহমানের স্ত্রী ছিল। তিনি বলেন, মামলায় অভিযোগ করা হয়, ব্যারিস্টার আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে আইনজীবী কায়সার কামাল যোগাযোগ রাখতেন এবং গাড়িতে নিয়ে ঘোরাঘুরি করতেন। এক পর্যায় তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এতে মামলার বাদী আতিকুরে ‘মৌন ক্ষতি’ ও ‘সংসারের ক্ষতিসাধন’ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানায় কায়সার কামালের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। তিনি বলেন, আসামি গ্রেফতার হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্যারিস্টার এম আতিকুর রহমানের বাসায় যাওয়া-আসার সুবাদে কায়সার কামালের সঙ্গে তার স্ত্রীর পরিচয় হয়। তার সূত্র ধরে কায়সার কামাল আতিকের স্ত্রীকে নিয়মিত উপহার পাঠাতো। ইতোমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ দানা বাঁধে। কিন্তু এর কোনো সুরাহা না পেয়ে ব্যারিস্টার আতিক চুপ করে থাকেন। এরপর সিনিয়র আইনজীবী কায়সার কামাল ও স্ত্রীর সঙ্গে একটি অনৈতিক সম্পর্ক রয়েছে সেটি তিনি টের পেয়ে যান। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বুধবার তাদের (আতিকের স্ত্রী ও কায়সার কামালের) দেখা করার দিন ছিল। এমন তথ্য জানতে পেরে ব্যারিস্টার এম আতিকুর রহমানের স্ত্রী ও কায়সার কামালকে ফলো করতে করতে আতিক দেখতে পায় তার স্ত্রীর অফিসের সামনে কায়সার কামাল। অফিসের সামনে দেখা করে দু’জনে কথা বলার এক পযার্য়ে হঠাৎ দু’জনের সামনে উপস্থিত হয়ে স্ত্রী ও কায়সারের সঙ্গে বাগবিন্ডায় জড়িয়ে পড়ে আতিক। পরকীয়া নিয়ে কায়সার কামাল ও স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে মানুষ জড়ো হতে থাকে। দুই আইনজীবী ও নারীর মধ্যে কথা কাটাকাটিতে উত্তেজনার সৃষ্টি হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের জটলা দেখে কলাবাগান থানা পুলিশ তাদের তিনজনকে থানায় নিয়ে আসে।
×