ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে ফায়ারিং প্রশিক্ষণের গুলিতে বৃদ্ধ কৃষক গুরুতর আহত

প্রকাশিত: ০৯:৩১, ৫ ডিসেম্বর ২০১৯

 জামালপুরে ফায়ারিং প্রশিক্ষণের গুলিতে বৃদ্ধ কৃষক গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় ঘরের ভেতরে শুয়ে থাকা আব্দুর রহিম (৬৫) নামের একজন বৃদ্ধ কৃষক পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিকটস্থ বিজিবি ক্যাম্প থেকে আসা গুলিটি তার ঘরের টিনের বেড়া ভেদ করে বাম পায়ের ওপাশ দিয়ে বেরিয়ে গেছে বলে আব্দুর রহিম দাবি করেছেন। জানা গেছে, জামালপুর শহরের পাথালিয়া উত্তর গুয়াবাড়িয়া এলাকার বৃদ্ধ কৃষক আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে ঘরে শুয়েছিলেন। বিকেল ৩টার দিকে আকস্মিক একটি গুলি তার ঘরের টিনের বেড়া ভেদ করে বাম পায়ের হাটুর নিচে বিদ্ধ হয়ে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। এতে তার পা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তার চিৎকারে পরিবারের স্বজনরা তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, জামালপুর ৩৫ ব্যাটালিয়ান বিজিবির ক্যাম্পের ফায়ারিং রেঞ্জে বৃহস্পতিবার সকাল থেকে জেলা পুলিশের ফায়ারিং প্রশিক্ষণ চলছিল। তবে পুলিশের ফায়ারিং থেকেই গুলিটি ছুটে গিয়ে ওই ব্যক্তির পায়ে লেগেছে কি না- এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গাজী মো. রফিকুল হক জানান, গুলিবিদ্ধ হয়ে আহত আব্দুর রহিম পুরোপুরি শঙ্কামুক্ত কি না তা এখনই বলা যাচ্ছে না। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন জনকণ্ঠকে বলেন, ‘আজকে বিজিবি ক্যাম্পে ফায়ারিং রেঞ্জে পুলিশের ফায়ারিং প্রশিক্ষণ ছিল। তবে সেখান থেকেই গুলিটি ছুটে গিয়ে আব্দুর রহিমের পায়ে লেগেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তির স্বজনরা ওই গুলিটি থানায় জমা দিয়ে গেছেন।’
×