ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ উৎসব শুরু

প্রকাশিত: ১১:২১, ৬ ডিসেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধ উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাসে বৃহস্পতিবার থেকে ধানম-ির রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে শুরু হলো মুক্তিযুদ্ধ উৎসব। মহান বিজয় দিবস উপলক্ষ্যে যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট। সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন ঢাকায় রাশিয়ান দূতাবাসের রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোরখোতভ। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন কবি কাজী রোজী, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের ট্রাস্টি হাফিজুর রহমান আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিস মাহমুদ প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় উৎসব আনুষ্ঠানিকতা। এরপর রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র গ্যালারিতে উদ্বোধন করা হয় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে রাশিয়ার সহায়তা করার সাক্ষ্যবহ বিভিন্ন ছবি নিয়ে প্রদর্শনী। মুক্তিযুদ্ধের ঘটনাবহুল অধ্যায়ের পাশাপাশি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বঙ্গবন্ধুর রাশিয়া সফরসহ উভয় দেশের বন্ধুত্বের সাক্ষ্যবহ বিভিন্ন ছবি। এই প্রদর্শনীতে প্রায় ২০০ ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন শেষে ছিল আলোচনা পর্ব। এই আলোচনায় প্রধান অতিথি এবং সভাপতিসহ অংশ নেন বিশিষ্ট কবি কাজী রোজী, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের ট্রাস্টি হাফিজুর রহমান আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিস মাহমুদ প্রমুখ। ম্যাক্সিম দোরখোতভ বলেন, বাংলাদেশে অন্যতম গর্বের বিষয় হলো মুক্তিযুদ্ধ। ভাষা এবং দেশকে স্বাধীন করার জন্য বাঙালীরা যেভাবে আত্মত্যাগ করেছেন তা বিশ্বে অনন্য। এই উৎসবের মধ্য দিয়ে আমরা সেসব আত্মত্যাগী মানুষদের স্মরণ করি। প্রদর্শনী চলবে আগামী ১৯ নবেম্বের পর্যন্ত। শুক্রবার ও শনিবার ছাড়া প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×