ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কায়সার কামালের বিরুদ্ধে প্রতারণা মামলা

প্রকাশিত: ১১:২১, ৬ ডিসেম্বর ২০১৯

কায়সার কামালের বিরুদ্ধে প্রতারণা মামলা

স্টাফ রিপোর্টার ॥ পরকীয়ার কারণে বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালের বিরুদ্ধে ব্যারিস্টার আতিকুর রহমান বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। বুধবার রাতেই কায়সার কামালকে গেস্খফতার দেখিয়ে আতিকুরের স্ত্রীকে ছেড়ে দেয় পুলিশ। ওই রাতে রাজধানীর স্কয়ার হাসপাতাল এলাকা থেকে কায়সার কামাল তার সহকর্মী ব্যারিস্টার আতিকুর রহমানসহ তিনজনকে থানায় আনা হয়। এদের মধ্যে আতিকুর রহমানের স্ত্রী ছিল। তিনি বলেন, মামলায় অভিযোগ করা হয়, ব্যারিস্টার আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে আইনজীবী কায়সার কামাল যোগাযোগ রাখতেন এবং গাড়িতে নিয়ে ঘোরাঘুরি করতেন। একপর্যায়ে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এতে মামলার বাদী আতিকুরের ‘মৌন ক্ষতি’ ও ‘সংসারের ক্ষতিসাধন’ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানায় কায়সার কামালের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। তিনি বলেন, আসামি গ্রেফতার হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
×