ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে জেলের জালে বিশালাকৃতির তিমি

প্রকাশিত: ২৩:২৯, ৬ ডিসেম্বর ২০১৯

বাঁশখালীতে জেলের জালে বিশালাকৃতির তিমি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ বঙোপসাগরে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউপির বাংলাবাজার এলাকার রিদুয়ান মাঝি নামে এক জেলের জালে বিশালাকৃতির তিমি মাছ ধরা পড়েছ | বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশালাকৃতির এই তিমি মাছটি বাংলাবাজার ঘাটে আনা হলে শত শত উৎসুক জনতা এক নজর দেখতে ভিড জমায়| এদিকে প্রাথমিকভাবে তিমি মাছটি বিরল প্রজাতির বলে ধারণা করছেন স্হানীয় জেলেরা|তাছাডা মাছটির দৈর্ঘ ১৫ হাত ওজন প্রায় ২০ মনের উপরে ছাডিয়ে যাবে বলেও তারা জানান| বিশালাকৃতির তিমি মাছটি শুক্রবার সকালে বিক্রির জন্য রিদুয়ান মাঝি চট্টগ্রাম শহরে নিয়ে যায় | বিরল প্রজাতির মাছ শিকারি জেলে রিদুয়ান মাঝি বলেন, ‘আমার জাল নিয়মিত বঙ্গোপসাগরে ফেলা হয়। প্রতিদিনকার মতো সময় হলে জেলেরা জাল টানে। জাল টেনে আনতে দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি। হঠাৎ জালে মাছটি ধরা পড়লে আমি অবাক হয়ে যাই। মাছটি জালে আটকা পড়লেও জালে নড়াচড়া করার কারণে মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওই জেলে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, মাছটি ‘হাঙ্গর প্রজাতির’ টাইগার হাঙ্গর নামে পরিচিত। বিশেষ করে এ প্রজাতির মাছ আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়। এব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের জলদি অভায়ারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন,জেলেদের জালে বিশালাকৃতির তিমি মাছ ধরা পড়েছ খবর শুনেছি | তবে মৎস্য কর্মকর্তা এ বিষয়ে ভালো জানবেন |
×