ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনিকেই যত গলদ এ্যাথলেটিক্সে

প্রকাশিত: ০৪:৩৯, ৬ ডিসেম্বর ২০১৯

টেকনিকেই যত গলদ এ্যাথলেটিক্সে

রুমেল খান, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ সাফল্যের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, প্রয়োজনীয় অর্থ, দক্ষ-নৈপুণ্য ক্রীড়াবিদ, পর্যাপ্ত-উন্নত সরঞ্জামসহ আরও অনেককিছু। কিন্তু বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের এসব বিষয়গুলোর অনেক ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশ নিতে গেলেই খাবি খায় তাদের এ্যাথলেটরা। তবে যে আসরটি থেকে তাদের স্বর্ণ-প্রত্যাশা থাকে, সেটি হচ্ছে এসএ গেমস। কিন্তু এবারের এসএ গেমসে এখন পর্যন্ত একটিও সোনা আসেনি। বিশেষ করে ট্রাক এ্যান্ড ফিল্ডে। কেন এই বেহাল দশা? এ নিয়ে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জনকন্ঠকে বলেন, দুটি প্রধান সমস্যা। একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের অভাব, আরেকটি কোচিং থিওড়ি পরিবর্তন না করা। বিগত ৪টি সাফে একই কোচিং মডেল অনুসরণ করা হচ্ছে। প্রত্যাশিত ফল আসেনি। এবারও তাই। আগামী বছর মুজিব বর্ষে ব্যাপক পরিসরে এ্যাথলেটিক্সের আয়োজন করবে ফেডারেশন। এ প্রসঙ্গে মন্টুর ভাবনা, আমরা জোর দিতে চাই জুনিয়র এ্যাথলেটিক্সের ওপর। যাতে পর্যাপ্ত ট্যালেন্ট হান্ট করতে পারি। আশা করি তাদের মাধ্যমে গোটা এ্যাথলেটিক্সের দুরবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। এ ব্যপারে আমি আশাবাদী।
×